আগারকারকে ভারতীয় স্পিনারের চ্যালেঞ্জ, ‘আমাকে টেস্টে নিন, আমি তৈরি’

ভারতীয় স্পিনার রবিশ্রীনিবাসন সাই কিশোরইনস্টাগ্রাম

ভারতের হয়ে তিনি ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ১৫.৭৫ গড়ে উইকেটও নিয়েছেন ৪টি। রবিশ্রীনিবাসন সাই কিশোরের এখনো ভারতের হয়ে ওয়ানডে বা টেস্ট অভিষেক হয়নি। কিন্তু ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টে খেলতে চান ভারতের স্পিনার।

টেস্ট খেলার প্রসঙ্গে সাই কিশোর ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারকে একটি চ্যালেঞ্জই জানিয়েছেন। তাঁকে টেস্ট দলে নিয়ে দেখতে বলেছেন সাই কিশোর। নিজেকে টেস্টের জন্য প্রস্তুত বলেই মনে করেন তিনি।

২০২৪ আইপিএলে সাই কিশোর গুজরাট টাইটানসের হয়ে খেলেছেন। গলফ খেলতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৯ ম্যাচে ১৮.২৯ গড়ে নিয়েছেন ৬৫ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১৬৬ উইকেট পাওয়া সাই কিশোর টেস্ট খেলার প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি, আমি দেশের অন্যতম সেরা স্পিনার। আমাকে টেস্ট ম্যাচে নিন, আমি প্রস্তুত। তাই আমি খুব একটা উদ্বিগ্ন নই।’

২০২৪ আইপিএলে গুজরাট টাইটানসে খেলেছেন রবিশ্রীনিবাসন সাই কিশোর (বাঁয়ে)
ইনস্টাগ্রাম

সাই কিশোর এরপর যোগ করেন, ‘সেখানে (টেস্ট দলে) জাদেজা আছেন। আমি তাঁর সঙ্গে কখনো খেলিনি। আমি তাঁর সঙ্গে সিএসকেতে খেলেছি, কিন্তু লাল বলে কখনো একসঙ্গে খেলিনি। তাই তিনি কী করেন, সেটা জানতে পারলে ভালো অভিজ্ঞতাই হবে। আমি আত্মবিশ্বাসী, আমি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি তৈরি।’

আগামী ৫ তারিখে শুরু হচ্ছে দুলীপ ট্রফি। এই টুর্নামেন্ট দিয়েই ভারতের লাল বলের মৌসুম শুরু হয়। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা করে নিতে এই টুর্নামেন্টে ভালো করাটা জরুরি। যে রকমের প্রস্তুতি নিয়েছেন, দুলীপ ট্রফিতে ভালো করতে পারবেন বলেই মনে করেন সাই কিশোর।