হাসারাঙ্গার ঘূর্ণিতে জিম্বাবুয়ের নাটকীয় ধস, সিরিজ শ্রীলঙ্কার
জিম্বাবুয়ের ইনিংসটা রং বদলেছে তিনবার। দ্বিতীয় বলেই দলের মাত্র ১ রানে প্রথম উইকেট হারিয়ে শুরুতেই ফ্যাকাশে হয়ে যায় সেটি। কিন্তু পরের ১০ বলে ২৭ রান, মেঘ কেটে আবার যেন রোদ জিম্বাবুয়ের ব্যাটিংয়ে। কিন্তু এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ১৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৪.১ ওভারে জিম্বাবুয়ে থেমে যায় মাত্র ৮২ রানেই।
এই লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। ১০.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে নিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। ৯ উইকেটের এই জয়ে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা। আগের ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে এসে একেবারেই ম্লান হয়ে পড়ল সিকান্দার রাজার জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৯০-এর নিচে থামিয়ে দেওয়ায় বড় ভূমিকা ছিল শ্রীলঙ্কার নতুন অধিনায়ক হাসারাঙ্গার। ৫ নম্বরে বোলিং করতে এসে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। হাসারাঙ্গা বল হাতে নেন ইনিংসের অষ্টম ওভারে। জিম্বাবুয়ের রান তখন ৩ উইকেটে ৫৭। প্রথম ওভারে ৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরের ওভারেও ৬ রান দেন, তবে তুলে নেন একটি উইকেট। নিজের তৃতীয় ওভারে ২ রান দিয়ে আরও একটি উইকেট পান হাসারাঙ্গা। নিজের পরের ওভারে ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন মহিশ তিকসানা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ব্রায়ান বেনেট। ১২ বলের ইনিংসটিতে ৭টি চার মারেন তিনি। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র তিনজন—তিনাশে কামুনহুকামুয়ে (১২), শন উইলিয়ামস (১৫) ও সিকান্দার রাজা (১০)।
লক্ষ্য তাড়া করতে নেমে পাতুম নিশাঙ্কার ২৩ বলে অপরাজিত ৩৯ ও কুশল মেন্ডিসের ২৭ বলে ৩৩ রানে ৫৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।