সিরাজ মনে করিয়ে দিলেন বাংলাদেশের বিপক্ষে ভাসের সেই কীর্তি
এক ওভারে ৪ উইকেট শুনলেই মনে পড়ে বাংলাদেশের বিপক্ষে চামিন্ডা ভাসের সেই ওভার। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই ৪ উইকেট নিয়েছিলেন ভাস। এবার সেই ভাসের দেশ এমন ঘটনার শিকার। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে এক ওভারে ৪ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ওয়ানডেতে এক ওভারে ৪ উইকেট নেওয়ার এটি চতুর্থ ঘটনা।
আগেই বলা হয়েছে, ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন ভাস। এক ওভারে ৪ উইকেটের পরের ঘটনাটি একই বছরের। ২০০৩ সালেই লাহোরে নিউজিল্যান্ডকে ১২৪ রানের হারানোর ম্যাচে এক ওভারেই ৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি।
এক ওভারে ৪ উইকেট নেওয়ার পরের কীর্তিটি ১৬ বছর পর, ২০১৯ সালে। সে বছর দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। এরপর দেখা গেল আজ।
আজ সিরাজ ইনিংসের তৃতীয় ওভারে এক ওভারে সিরাজ ফিরিয়েছেন পাতুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভাকে। এরপর অধিনায়ক শানাকাকে ফিরিয়ে সিরাজ নেন ৫ উইকেট। মাত্র ১৬ বল করেই ৫ উইকেটের দেখা পান সিরাজ। যা যৌথভাবে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড। এর আগে সমান ১৬ বলেই ৫ উইকেট নিয়েছেন চামিন্ডা ভাস ও যুক্তরাষ্ট্রের আলী খান।
সিরাজ অবশ্য এখানেই থামেননি। নিয়েছেন আরও ১টি উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪১ রানে ৮ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। সিরাজ ১৪ রানে নিয়েছেন ৬ উইকেট।