আয়ারল্যান্ডের ২ জন, বাংলাদেশের ৪ জন, আফগানিস্তানের কেউ নেই

সেঞ্চুরির পথে লোরকান টাকারছবি: শামসুল হক
টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছেন আয়ারল্যান্ডের লোরকান টাকার। ১৪৬ বছর ও ২৫০১ ম্যাচের ইতিহাসে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন ১১২ জন ব্যাটসম্যান। টেস্ট অভিষেকে সেঞ্চুরিয়ানদের নিয়েই এ আয়োজন...
১১২

টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া ১১২তম খেলোয়াড় লোরকান টাকার। দুজন পেয়েছেন জোড়া সেঞ্চুরি। অভিষেকে সেঞ্চুরি পাওয়াদের ৯ জন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন। ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া একমাত্র ব্যাটসম্যান ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন।

• ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো ও পাকিস্তানের ইয়াসির হামিদ টেস্ট অভিষেকে জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন। রো নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৪ ও ১০০ এবং ইয়াসির বাংলাদেশের বিপক্ষে ১৭০ ও ১০৫ রান করেন।
• ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি গানটিউম ও নিউজিল্যান্ডের রডনি রেডমন্ড টেস্ট অভিষেকে সেঞ্চুরির পর আর কোনো টেস্ট খেলার সুযোগ পাননি।

২০

টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়েরা। আফগানিস্তানের খেলোয়াড়েরা এখনো অভিষেকে সেঞ্চুরি পাননি।

অভিষেকে বাংলাদেশের সেঞ্চুরিয়ান চারজন—আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, আবুল হাসান ও জাকির হাসান।

আরও পড়ুন
টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান চার্লস ব্যানারম্যান
ছবি: আইসিসি

টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান চার্লস ব্যানারম্যান টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যানও। ১৮৭৭ সালে মেলবোর্নে ইতিহাসের প্রথম টেস্টে ১৬৫ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান।

২৮৭

টেস্ট অভিষেকে সর্বোচ্চ ইনিংস ইংল্যান্ডের টিপ ফস্টারের। ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৭ রান করেন ফস্টার। টেস্ট অভিষেকে প্রথম ডাবল সেঞ্চুরি এটিই। এরপর অভিষেকে ডাবল সেঞ্চুরি পেয়েছেন আরও ছয়জন।

৩৬

টেস্ট অভিষেকে সর্বোচ্চ ৩৬টি সেঞ্চুরি পেয়েছেন ওপেনাররা। তাদের ৯ জন ইনিংসের প্রথম বলটি খেলেছেন, অন্য ২৫ জন ব্যাট করেছেন ২ নম্বরে।

২৪

ওপেনারদের বাইরে অভিষেকে সর্বোচ্চ ২৪ জন সেঞ্চুরি পেয়েছেন ৬ নম্বরে ব্যাট করে।

টাকারসহ ৯ জন সেঞ্চুরি পেয়েছেন ৭ নম্বরে ব্যাট করে।

শুধু ব্যাটিংক্রমের ৯ ও ১১ নম্বর ব্যাটসম্যানরা টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাননি।

টেস্টে দশে নেমে সেঞ্চুরি পেয়েছেন চারজন। তাঁদের দুজন অস্ট্রেলিয়ার রেজিন্যাল্ড ডাফ ও বাংলাদেশের আবুল হাসান সেঞ্চুরি পেয়েছেন অভিষেকেই।

আরও পড়ুন

অনন্য হটন

টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া একমাত্র অধিনায়ক ডেভ হটন। ১৯৯২ সালে জিম্বাবুয়ের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১২১ রান করেন দলটির অধিনায়ক।

২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে কমবয়সে টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েন মোহাম্মদ আশরাফুল।
ফাইল ছবি

সর্বকনিষ্ঠ

টেস্ট অভিষেকে তো বটেই, টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির দিন আশরাফুলের বয়স ছিল ১৭ বছর ৬১ দিন।

বয়োজ্যেষ্ঠ

টেস্ট অভিষেকে সবচেয়ে বয়স্ক সেঞ্চুরিয়ান অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক সেঞ্চুরির দিন ভোজেসের বয়স ছিল ৩৫ বছর ২৪৩ দিন।

১০০

টেস্ট অভিষেকে ১০০তম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার স্টিয়ান ফন জিলের। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ রান করেন ফন জিল।

আরও পড়ুন