শানাকা ৩ বলে দিলেন ৩০ রান, আবার ফিক্সিংয়ের গুঞ্জন
টি-টেন লিগে হচ্ছেটা কী?
২২ নভেম্বর এই লিগে মোহাম্মদ বিলাল নামের এক পেসার অস্বাভাবিক একটি নো বল করেছেন। অস্বাভাবিক এই ‘নো’ বল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।
সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ফিক্সিংয়ের গুঞ্জন। এবার শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা দিলেন ৩ বলে ৩০ রান। গতকাল দিল্লি বুলস ও বাংলা টাইগার্স ম্যাচে ঘটেছে এমন ঘটনা।
কাল আগে ব্যাটিং করা দিল্লি বুলসের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন শানাকা। প্রথম বলে নিখিল চৌধুরী মারেন চার। পরের দুটি শানাকা করেন নো বল। সেই দুই বলেই চার মারেন নিখিল।
পরের বলে অর্থাৎ ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতেও চার মারেন ভারতের ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বলে ভারতের এই ব্যাটসম্যান মারেন ছক্কা। পরের দুটি বলও নো করেন শানাকা, যার শেষ বলটিতে হয়েছে চার।
সব মিলিয়ে এভাবে ৩ বলে ৩০ রান দেন লঙ্কান অলরাউন্ডার। পুরো ওভারে দেন ৩৩ রান। সামাজিক যোগাযোগমাধ্যমে যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
উঠছে ফিক্সিংয়ের গুঞ্জন। এক সমর্থক আইসিসিকে ট্যাগ করে লিখছেন এভাবে, ‘টি-টেন লিগ কি কোনো কৌতুক নাকি ফিক্সিংয়ের জন্য সুযোগ দেওয়ার মঞ্চ।’
টি-টেন লিগে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি কাল এক ওভারে রান দিয়েছেন ২৫। যদিও কালই প্রথম জয় পেয়েছে তাঁর দল। ১০ ওভারে ১২৩ রান করেছিল দিল্লি, যা ২ বল বাকি থাকতে তাড়া করে সাকিবের দল। শানাকা ব্যাট হাতে খেলেন ১৪ বলে ৩৩ রানের ইনিংস। ৩ ম্যাচে বাংলা টাইগার্সের এটিই প্রথম জয়।