পাকিস্তান বিশ্বকাপে ভালো না করলে কারস্টেনকেই দুষবে, বললেন রশিদ লতিফ

পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ গ্যারি কারস্টেনএএফপি

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ...এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বেশির ভাগ দল কোচিং স্টাফ গুছিয়ে নিয়েছে আগেই। কিন্তু পাকিস্তানের বেলায় সেটি হয়নি। বিশ্বকাপের যখন এক মাসের চেয়ে একটু বেশি সময় বাকি, ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের প্রধান কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এমন সময়ে পিসিবির কোচ নিয়োগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার রশিদ লতিফ। তাঁর কাছে পিসিবির এই সিদ্ধান্ত ‘ব্লেইম গেম’ খেলার জন্যই। বিশ্বকাপে পাকিস্তান যদি আশানুরূপ ফল করতে না পারে, তখন পুরো দায় নতুন প্রধান কোচ গ্যারি কারস্টেনের ওপর দেওয়া হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন
আইসিসির দশকসেরা দল নিয়ে প্রশ্ন তুলেছেন রশিদ লতিফ।
এএফপি

দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাবেক কোচ কারস্টেনকে নিয়োগ দেওয়া নিয়ে রশিদ লতিফ পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, ‘গ্যারি কারস্টেন ভারতের কোচ হিসেবে সফল ছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সফল। কিন্তু (পাকিস্তান দলে তার নিয়োগের) টাইমিংটা ভুল।’ এরপর তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সময়জ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন, ‘পাকিস্তানের টাইমিং নিয়ে সব সময়ই প্রশ্ন ওঠে।’

রশিদ লতিফ এরপর যোগ করেন, ‘এটা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে...আগামী মাসে আমরা বিশ্বকাপে যাব। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা ৭টা ম্যাচ খেলব। সময় খুব অল্প। তারা যদি হারে, বোর্ড কারস্টেন বা বাবর আজমকে দোষারোপ করবে। এটাই আমাদের রীতি। আমি বাবর বা কারস্টেনকে দোষারোপ করব না।’

আরও পড়ুন

পাকিস্তানের ক্রিকেটে হুটহাট নানা কিছু পরিবর্তনের বিষয়েও কথা বলেছেন রশিদ লতিফ। দলের নেতৃত্ব বা সমন্বয় লম্বা সময়ের জন্য হওয়া উচিত বলে মনে করেন তিনি, ‘আমি যদি আজ জানি এই আমার প্রধান কোচ, এই আমার অধিনায়ক আর এই আমার নির্বাচক কমিটি...আসলে হওয়া উচিত অস্ট্রেলিয়া, ভারত আর ইংল্যান্ডের মতো। সেখানে তারা জানে এই ১২–১৩ জন খেলোয়াড় নিশ্চিত আর এই তাদের প্রধান কোচ।’

রশিদ লতিফ এ বিষয়ে আরও যোগ করেছেন, ‘এসব আপনাকে ৬ থেকে ৮ মাস বা এক বছর আগে জানতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন, যুক্তরাষ্ট্র–কানাডা ম্যাচ দিয়ে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে ৬ জুন, ডালাসে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন