আফগানিস্তান–অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে কী হবে
ম্যাচ বাকি দুটি। আজ আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের পর ১ মার্চ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সেমিফাইনালে যাওয়ার পথে লড়াইয়ে আছে তিনটি দল। শেষ পর্যন্ত কোন দুই দল যাবে সেমিফাইনালে?
অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা—কারা ধরবে ইংল্যান্ডের মতো বাড়ির পথ আর কারা ভারত ও নিউজিল্যান্ডের মতো সেমিফাইনাল জায়গা করবে? ভারত ও নিউজিল্যান্ড গ্রুপ ‘এ’ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি থাকা দুই ম্যাচে কী হলে কী হবে?
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতলে
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ৩ করে। জিতলে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে দুই দলই। তখন ‘বি’ গ্রুপের শীর্ষ স্থান নির্ধারিত হবে রান রেটের ভিত্তিতে, যেখানে দক্ষিণ আফ্রিকা শীর্ষে থাকার সম্ভাবনা বেশি।
নিজেদের প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। ধরে নেওয়া যাক, দক্ষিণ আফ্রিকা ৩০০ রান করে ১ রানে জিতল, তাহলে অস্ট্রেলিয়াকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট টপকাতে ৩০০ রান করার পর ৮৭ রানে জিততে হবে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড জিতলে
অস্ট্রেলিয়া ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকবে আর দক্ষিণ আফ্রিকা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে। বাদ পড়বে আফগানিস্তান।
আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা জিতলে
তখন দক্ষিণ আফ্রিকা হবে শীর্ষ দল। তাদের পয়েন্ট হবে ৫। আর আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে, ফলে অস্ট্রেলিয়া বাদ পড়বে।
আফগানিস্তান ও ইংল্যান্ড জিতলে
রশিদ খানের আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকবে। দ্বিতীয় স্থানের লড়াই হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে, এই দুই দলই ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।
দক্ষিণ আফ্রিকা অবশ্য নেট রান রেটে অনেক এগিয়ে, তাই ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারলেই শুধু তারা পিছিয়ে পড়বে। ধরা যাক আফগানিস্তান ৩০০ রান করল, তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া হেরে গেল ১ রানে, তাহলে দক্ষিণ আফ্রিকা কমপক্ষে ৮৭ রানে হারলেই শুধু অস্ট্রেলিয়ার চেয়ে রান রেটে পিছিয়ে যাবে।
আফগানিস্তান–অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে
শুক্রবার লাহোরে বৃষ্টির শঙ্কা আছে। যদি ম্যাচ পরিত্যক্ত হয় এবং দুই দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়, তাহলে অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে।
এরপর দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারায়, তারা ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকবে। কিন্তু সেই ম্যাচে যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ৩ পয়েন্ট করে নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে। তখন ভরসা নেট রান রেট। এই হিসাবে আফগানিস্তানের বাদ পড়া অনেকটাই নিশ্চিত। তাদের রান রেট—০.৯৯০।
আফগানিস্তানকে সেমিফাইনালে যেতে হলে তখন দক্ষিণ আফ্রিকাকে কমপক্ষে ২০৭ রানে হারতে হবে (যদি ৩০১ রান তাড়া করতে নামে), যা প্রায় অসম্ভব।