ম্যানচেস্টারে ধনাঞ্জয়া আর রত্নায়েকের ব্যাটে উদ্ধার শ্রীলঙ্কা

ধনাঞ্জয়া, রত্নায়েকে দুজনই ফিফটি করেছেনএএফপি

স্কোরবোর্ডে ৬ রান উঠতেই নেই ৩ উইকেট। শুরুর এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবার উইকেটের মিছিল। একপর্যায়ে ১১৩ রানে পতন ৭ উইকেটের।

আজ ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাটিং বিভাগের ব্যর্থতা ছিল এমনই। তবে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা আর অভিষিক্ত মিলান রত্নায়েকের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছে শ্রীলঙ্কা। এ দুজনের ফিফটিতে ভর করে শেষ তিন উইকেটে আরও এক শর বেশি রান তুলে শ্রীলঙ্কা থেমেছে ২৩৬ রানে। ধনাঞ্জয়া করেছেন ৭৪ রান, আর টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়া রত্নায়েকের ব্যাট থেকে এসেছে ৭২ রান।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে বিনা উইকেটে ২২ রান নিয়ে।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারী শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল টস জয়ের মাধ্যমে। নতুন অধিনায়ক ধনাঞ্জয়া বেছে নেন ব্যাটিং। তবে ৭ ওভারের মধ্যে ৩ আউটে সেই সিদ্ধান্ত হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ।

প্রথমে গাস অ্যাটকিনসনের বলে হুক করতে গিয়ে ক্যাচ দেন দিমুথ করুনারত্নে, এরপর ক্রিস ওকস তুলে নেন নিশান মাদুশকা ও অ্যাঞ্জেলো ম্যাথুজের উইকেট। ৬ রানে ৩ উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও দিনেশ চান্ডিমাল গড়েন ৩৪ রানের জুটি। মার্ক উড মেন্ডিসকে তুলে জুটি ভেঙে দিলে আবার একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।

৩ উইকেট নেন ক্রিস ওকস
এএফপি

১১৩ রানে সপ্তম উইকেট পতনের পর ধনাঞ্জয়ার সঙ্গে জুটি বাঁধেন অভিষিক্ত পেসার রত্নায়েকে। অধিনায়ক একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান দেড় শ ছাড়িয়ে নেন। শোয়েব বশিরের বলে ক্যাচ দিয়ে ধনাঞ্জয়া যখন আউট হন, শ্রীলঙ্কার রান ১৭৬। তাঁর ৮৪ বলে করা ৭৪ রানের ইনিংসে ছিল ৮টি চার।

আরও পড়ুন

অধিনায়কের বিদায়ের পর সফরকারীদের রান দুই শর ওপারে নিয়ে যান রত্নায়েকে। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৮ বছর বয়সী এই বোলার ৭২ রান করে যান ৬ চার ও ২ ছয়ের সমন্বয়ে। আউট হওয়ার আগে টেস্ট ইতিহাসে একটি নতুন রেকর্ড গড়েন রত্নায়েকে। টেস্টে নবম বা এর পরে ব্যাট করতে নেমে অভিষেকেই সর্বোচ্চ রান এখন রত্নায়েকের ৭২, এত দিন সর্বোচ্চ ছিল ভারতের বলবিন্দর সিংয়ের ৭১ (১৯৮৩ সালে পাকিস্তানের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে)।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ২৩৬ (ধনাঞ্জয়া ৭৪, রত্নায়েকে ৭২, মেন্ডিস ২৪, চান্দিমাল ১৭; ওকস ৩/৩২, বশির ৩/৫৫, অ্যাটকিনসন ২/৪৮)।

ইংল্যান্ড: ১ম ইনিংসে ৪ ওভারে ২২/০ (ডাকেট ১৩*, লরেন্স ৯*)।
*১ম দিন শেষে।

আরও পড়ুন