লিটনকে আইপিএলে সফল হতে যা করতে বললেন সাকিব
লিটন দাসকে কলকাতা নাইট রাইডার্স বরণ করে নিয়েছে গতকাল। সামাজিক যোগাযোগমাধ্যমে নাইটদের অফিশিয়াল পেজ থেকে পোস্ট দেওয়া হয়, ‘পৌঁছে গেছেন লিটনদা।’ বাংলাদেশের এই তারকা কলকাতায় পৌঁছেই আর দেরি করেননি। আজই নেমে পড়েন অনুশীলনে।
কলকাতার টুইটার পেজে লিটনের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়। আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও আছেন অপেক্ষায়। সাকিব আল হাসানকে এবার আইপিএলে দেখা যাবে না। দিল্লি ক্যাপিটালসের হয়ে আজ মাঠে নেমেছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে বাদ রইলেন শুধু লিটন। কলকাতার হয়ে তাঁকে মাঠে দেখা যাবে কবে?
কলকাতার পরের ম্যাচ পয়লা বৈশাখের দিন। ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে নাইটরা। লিটন এ ম্যাচে একাদশে সুযোগ পাবেন কি না, তা সময়ই বলে দেবে। এবারই তো প্রথম আইপিএলে খেলতে গেলেন, অভিজ্ঞতা সঞ্চয়েরও ব্যাপার আছে।
অনেকে ভাবতে পারেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার আগে লিটন নিশ্চয়ই সাকিবের কাছ থেকে কিছু পরামর্শ নিয়েছেন। বাংলাদেশ থেকে আইপিএলে সাকিবই সবচেয়ে অভিজ্ঞ। কলকাতার হয়ে দুবার আইপিএল জয়ের অভিজ্ঞতাও আছে সাকিবের। স্বাভাবিকভাবেই এমনটা ভেবে নেওয়া অস্বাভাবিক কিছুই নয়।
লিটন সাকিবের কাছে এ জন্য গিয়েছিলেন কি না, তা শুধু তাঁরাই বলতে পারবেন। তবে সাকিব আজ এক অনুষ্ঠানে গিয়ে আইপিএলে লিটনের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। বনানীতে একটি কফিশপের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে, তাহলে অবশ্যই সফল হবে।’
অর্থাৎ, সাকিব বোঝাতে চেয়েছেন লিটনকে তাঁর নিজের খেলাটা খেলতে হবে। সে জন্য সবার আগে কলকাতার একাদশে তো সুযোগ পেতে হবে? সে বিষয়টি যেহেতু টিম ম্যানেজমেন্টের হাতে, তাই এ নিয়ে সাকিবের বলার কিছুই নেই। তবে লিটনকে পরামর্শ দিয়েছেন কি না, সে বিষয়ে সাকিবের কথা শুনলে লিটন খুশিই হবেন, ‘কোনো পরামর্শ দিইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ।’
সাকিব মনে করেন, আইপিএলে লিটনের যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। এ বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে আইপিএলে খেলার সুযোগ পেলে খুব স্বাভাবিকভাবেই অক্টোবরে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে লিটনের। আর লিটনের জায়গা থেকে যে কাজটুকু বাকি থাকে সেটাও বলেছেন সাকিব, ‘ও যদি সুযোগ পায়, আমি চাইব ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে, তাহলে সফল হবে।’