‘অদ্ভুত সূচি’তে পণ্ড অস্ট্রেলিয়ার বিশ্বকাপ উদ্যাপন
বিশ্বকাপ জেতার পর আজ দেশে ফিরেছেন প্যাট কামিন্সসহ অস্ট্রেলিয়া দলের কয়েকজন, তবে ঠাসা ক্রিকেট সূচিতে ঠিক নায়কোচিত সংবর্ধনা পাওয়া হয়নি তাঁদের। বিশ্বকাপ ফাইনালের চার দিন পরই যে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। গত রোববার আহমেদাবাদে প্রায় এক লাখ দর্শকের সামনে টুর্নামেন্টে ফাইনালের আগপর্যন্ত অপরাজিত ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জেতে অস্ট্রেলিয়া। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সূচির কারণে সে অর্থে উদ্যাপনই করা হয়নি তাদের।
ফাইনালে দুর্দান্ত শতক করা ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথসহ বিশ্বকাপজয়ী ওয়ানডে দলের সাত সদস্য টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতে রয়ে গেছেন। ফলে অস্ট্রেলিয়ার আগের বিশ্বকাপজয়ী দলগুলোর মতো রাস্তায় মিছিল দূরে থাক, কামিন্সসহ বাকিরা দেশে ফিরেছেন কিছুটা বিচ্ছিন্নভাবে, অনেকটা নিভৃতেই।
অ্যাডিলেডে ফিরে সাংবাদিকদের উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি বলেছেন, ‘আমরা যার যার ভিন্ন ভিন্ন পথে বিচ্ছিন্ন হয়ে গেছি, টি-টোয়েন্টি সিরিজ আসছে, এই মুহূর্তে কয়েকজন দেশে ফেরার বিমানে আছে। বেশ অদ্ভুত এক সূচি, বিশ্বকাপ জেতার কয়েক দিন পরই আবার খেলতে হচ্ছে।’
আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজে বিশ্বকাপ ফাইনাল খেলা বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে ভারত, রোহিত শর্মার অনুপস্থিতিতে আগামী ৩ ডিসেম্বর শেষ হতে যাওয়া সিরিজে অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপ দলের মাত্র তিনজন আছেন এ সিরিজের দলে।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন অবশ্য ক্যারির মতো অমন কূটনৈতিক থাকেননি এ ব্যাপারে। গত মঙ্গলবার ডেভিড ওয়ার্নার এ সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর ভন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিশ্বকাপ জেতা সব খেলোয়াড়েরই যেমন এটি (সরিয়ে নেওয়া) করা উচিত। তাদের সরিয়ে নেওয়া উচিত বিশ্রামের জন্য, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে অস্ট্রেলিয়ায় ফিরে উদ্যাপন করা।’
এর আগে ভন এ সিরিজকে বলেছিলেন ‘পুরোটাই লোভ’। এক্সে তিনি লিখেছিলেন, ‘আমরা কেন খেলোয়াড়দের বিশ্বকাপের পর একটু বিশ্রামের সুযোগ দিতে পারি না, যারাই জিতুক না কেন, কয়েক সপ্তাহ ঠিকঠাক উদ্যাপনের সুযোগ দিতে পারি না!’
ক্রিকেটের এমন অদ্ভুত সূচি অবশ্য এবারই নতুন নয়। গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কয়েক দিন পরই স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে হয়েছিল ইংল্যান্ডকে।
এদিকে কামিন্স ফিরলেও তাঁর সঙ্গে বিশ্বকাপ ট্রফি অস্ট্রেলিয়ায় যায়নি। অস্ট্রেলিয়ার পত্রিকা দ্য এজ বলেছে, আগামী সপ্তাহের আগে সেটি অস্ট্রেলিয়ায় যাবে না।