ছক্কা মেরে সেঞ্চুরি তামিমের, মোহামেডানের বড় জয়

মোহামেডানের হয়ে দারুণ এক সেঞ্চুরি করেছেন তামিম ইকবালতামিমের ফেসবুক পেজ থেকে

প্রথম ম্যাচে হেরেই গিয়েছিল তারকায় ঠাসা মোহামেডান। পরেরটিতে জয় পেলেও হাসেনি অধিনায়ক তামিম ইকবালের ব্যাট। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে ২২ ও ১৪ রানে আউট হয়ে যাওয়া তামিম মোহামেডানের হয়ে সেঞ্চুরিই তুলে নিয়েছেন আজ। বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মোহামেডান ৭ উইকেটের জয়ও পেয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে পারটেক্স ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়। এরপর তামিমের সেঞ্চুরিতে ওই রান ৪০ ওভার ২ বলেই তাড়া করে ফেলে মোহামেডান। পারটেক্সের হয়ে এদিন হাফ সেঞ্চুরি পান আহরার আমিন। দলের পক্ষে ৮৬ বলে সর্বোচ্চ ৭৮ রানও আসে তাঁর ব্যাট থেকে।

জাওয়াদ রোয়ান ৪৫ বলে ৪২ রান করেন। তবে তাঁদের এই রান দলের স্কোর খুব বেশি বড় করতে পারেনি। ৯.৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ৪ উইকেট পান মোহামেডানের তাইজুল ইসলাম, নাসুম আহমেদ পান ৩ উইকেট।

আরও পড়ুন

অল্প রান তাড়ায় নেমে ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। তবে ৬৫ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। ৪৩ বলে ৩৭ রান করে ফেরেন তাওহিদ হৃদয়ও। এরপরই মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম।

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন তামিম
বিসিবি

১১ চার ও ৫ ছক্কার ইনিংসে ১১২ বলে ১২৫ রান করেন তামিম। সেঞ্চুরিও পূর্ণ করেন ছক্কা মেরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ২৩তম সেঞ্চুরি। ৪৪ বলে ৩৫ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।

জয় পেয়েছে আবাহনী

বিকেএসপিতে জয় পেয়েছে আবাহনীও। রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে দলটি। এ ম্যাচে রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক আল আমিন। ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কার ইনিংসে ১০৪ রান করেছেন তিনি। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলের স্কোর খুব বড় হয়নি। আবাহনীর হয়ে রাকিবুল হাসান ৩ উইকেট নিয়েছেন, ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও নাহিদ রানা।

রান তাড়ায় নেমে আবাহনীর প্রথম তিন ব্যাটসম্যান জিসান আলম (৩৯), পারভেজ হোসেন (৪৭) ও নাজমুল হোসেন (৩৭) ভালো শুরু পেয়েও রান বড় করতে পারেননি। পরে ৬১ বলে ৬০ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। ৩৮ বলে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

রেকর্ডের ম্যাচে বড় জয় প্রাইম ব্যাংকের

লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়া ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৭৩ রানের বড় জয় পেয়েছ প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে দলটির ওপেনার নাঈম শেখের ১২৫ বলে ১৭৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৪২২ রানের বড় সংগ্রহ পায় তাঁরা। এত দিন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনীর করা ৩৯৩ রান ছিল লিস্ট এ তে সর্বোচ্চ। এবার সেটিকে ছাড়িয়ে যায় প্রাইম ব্যাংক।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.৩ ওভার খেলে ২৪৯ রানের বেশি করতে পারেন ব্রাদার্স। দলটির হয়ে ১১০ বলে সর্বোচ্চ ৯৬ রান করেন আইচ মোল্লা। প্রাইম ব্যাংকের হয়ে রিশাদ হোসেন তিন এবং দুটি করে উইকেট পান হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।