রুট–স্টোকসদের হাঁস নিয়ে হাসালেন বুমরার স্ত্রী
জেসন রয় ০, জো রুট ০, বেন স্টোকস ০, লিয়াম লিভিংস্টোন ০; ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কাল ওভালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে যেন হাঁস পাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল! রুট–স্টোকসদের এই হাঁস পাওয়া নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা–সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তো এ নিয়ে ট্রল, হাসাহাসিও হচ্ছে।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নিয়ে সবচেয়ে মজার ট্রলটি বোধ হয় ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরার স্ত্রীই করেছেন। বুমরার স্ত্রী সানজানা গনেশন সনি সিক্সে ব্রডকাস্টারের চাকরি করেন। এখন তিনি ইংল্যান্ডেই আছেন। খেলা চলাকালীন দেশটির ‘স্ট্রিট ফুড’ নিয়ে একটি প্রোগ্রাম করছেন সানজানা। সেখানেই তিনি ট্রল করেছেন কোনো রান না করে আউট হওয়া ইংল্যান্ডের চার ব্যাটসম্যানকে নিয়ে।
ওভাল স্টেডিয়ামের বাইরে খাবারের দোকানে পাওয়া বিভিন্ন খাবার নিয়ে কথা বলছিলেন সানজানা। সেখানে তিনি হট ডগসহ নানা খাবার নিয়ে কথা বলার একপর্যায়ে ‘ক্রিসপি ডাকস (মুচমুচে হাঁসের মাংস)’–এর প্রসঙ্গ নিয়ে আসেন!
সানজানা বিভিন্ন খাবারের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এই সব দোকানে মজাদার সব খাবার পাওয়া যায়। ক্রিকেট দেখতে দেখতে এগুলো সবাই উপভোগ করতে পারেন। বিভিন্ন মজাদার খাবারের সঙ্গে এখানে মুচমুচে হাঁসের মাংসও পাওয়া যাচ্ছে, এগুলো খুব মজাদার। মাঠেও প্রচুর হাঁস!’
সানজানার প্রোগ্রামের এ অংশটি টুইট করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ভিডিওর এ অংশ পোস্ট করে তারা লিখেছে, ‘মাঠে আমাদের বোলাররা কিছু হাঁস ধরেছেন। সানজানা গনেশন এখানে মাঠের বাইরে কিছু হাঁস প্যাকেটে পুরেছেন!’
ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করে দিতে সানজানার স্বামী বুমরা ৬টি উইকেট নিয়েছেন। এর মধ্যে আছেন হাঁস পাওয়া তিনজন—জেসন রয়, জো রুট ও লিভিংস্টোন। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।