মাঠে ঢুকতে পারেননি পাকিস্তানের সমর্থক, আশ্রয় নিয়েছিলেন পুলিশের গাড়িতে
পাকিস্তানের কোনো সাংবাদিক বিশ্বকাপ কাভার করার জন্য ভারতের ভিসা পাননি। ভিসা জটিলতায় প্রতিবেশী দেশটিতে প্রিয় দলকে অনুপ্রাণিত করতে যেতে পেরেছেন হাতে গোনা কজন পাকিস্তানি সমর্থক। আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাল ভারতের বিপক্ষে খেলেছে পাকিস্তান। এই ম্যাচে তাই স্টেডিয়ামে দেখা যায়নি তেমন কোনো পাকিস্তানি সমর্থক।
ম্যাচের টিকিট কিনেছিলেন ‘শিকাগো চাচা’ হিসেবে পরিচিত পাকিস্তানের এক সমর্থক। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিনি গিয়েছিলেনও। কিন্তু ভারতের সমর্থকদের বিশাল বহর দেখে শিকাগো চাচা আর স্টেডিয়ামে ঢোকার সাহস পাননি।
পাকিস্তানের জার্সি গায়ে মাঠের বাইরে ঘোরাঘুরি করছিলেন শিকাগো চাচা। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরেও নেমেছিল ভারতীয় সমর্থকদের ঢল। মাঠের বাইরের আবহ দেখে শিকাগো চাচা একটু ভয়ই যেন পেয়ে গিয়েছিলেন।
সেই ভয় থেকেই তিনি মাঠের বাইরে একা থাকতে চাননি। নিজের নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছেন পুলিশের গাড়িতে। যতক্ষণ ম্যাচ চলেছে, শিকাগো চাচা পুলিশের গাড়িতেই বসে ছিলেন। পুলিশের গাড়িতে শিকাগো চাচা বসে আছেন—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই খবর দিয়েছেন ইন্ডিয়া টুডের সম্পাদক রাহুল রাওয়াত।
শিকোগা চাচা ২০০৭ সাল থেকে বিশ্বকাপের খেলা দেখছেন। সেই থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তান দল যেখানেই খেলতে যায়, শিকাগো চাচাও সেখানেই যান; যদিও এখন পর্যন্ত পাকিস্তানের কোনো অধিনায়কের হাতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি উঠতে দেখেননি তিনি।
পাকিস্তানের এমনই আরেক সমর্থক বশির চাচা। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট থাকায় সহজেই ভারতের ভিসা পেয়েছেন তিনি। পাকিস্তানের খেলা দেখতে ভারতে গিয়েছেনও। হায়দরাবাদে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দুটিতে বশির চাচাকে দেখা গেছে গ্যালারিতে। কিন্তু কাল তাঁকে আহমেদাবাদে দেখা যায়নি।