দুজন মিলে ২০ উইকেট, সাজিদ–নোমানের আগে আর কারা

পাকিস্তানের ২ স্পিনার সাজিদ খান (বাঁয়ে) ও নোমান আলীপিসিবি

মুলতানে গত শুক্রবার পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে একগাদা রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। সেই মুলতানেই আজ আরেকটি শুক্রবারে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১–১ সমতা ফেরাল পাকিস্তান।

দেশের মাটিতে এটি পাকিস্তানের ৩ বছর ৮ মাস পর প্রথম টেস্ট জয়, যে জয়ের মূল কারিগর দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। তাঁদের সৌজন্যে রচিত হলো বেশ কিছু গৌরবের পরিসংখ্যান। সেসবই দেখুন একঝলকে—

৫ উইকেট

১৯৮৭ সালের পর প্রথমবার পাকিস্তানের দুই স্পিনার এক টেস্টে অন্তত এক ইনিংসে ৫ উইকেট নিলেন। সব মিলিয়ে পাকিস্তানের দুই স্পিনারের এই কীর্তি হলো সপ্তমবার।

২ বোলার মিলে ২০ উইকেট

ম্যাচে ইংল্যান্ডের ২০ উইকেট নিয়েছেন পাকিস্তানের দুই বোলার সাজিদ খান (৯) ও নোমান আলী (১১)। টেস্টে ১৪৭ বছরের ইতিহাসে এক ম্যাচে ২ বোলার মিলে প্রতিপক্ষের সব কটি উইকেট নেওয়ার সপ্তম ঘটনা এটি, একবিংশ শতাব্দীতে প্রথম।

৮/৪৬

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৮ উইকেট নিয়েছেন নোমান আলী, যা মুলতান টেস্টে এক ইনিংসে সেরা বোলিং আর টেস্টে পাকিস্তানের কোনো বোলারের চতুর্থ সেরা বোলিং। গতকালই ১১১ রানে ৭ উইকেট নিয়ে মুলতানে এক ইনিংসে আবরার আহমেদের সেরা বোলিংয়ের রেকর্ড (৭/১১৪) ভেঙেছিলেন সাজিদ খান। আজ সাজিদের রেকর্ড ভাঙলেন নোমান।

দেশের মাটিতে টানা জয়হীন থাকার পর জয়

নিউজিল্যান্ড: ১২ ম্যাচ
পাকিস্তান: ১১ ম্যাচ
বাংলাদেশ: ১১ ম্যাচ
জিম্বাবুয়ে: ১১ ম্যাচ

এক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সেরা বোলিং