পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচ সাকলায়েন

কিছু দিন আগেও পাকিস্তানের প্রধান কোচ ছিলেন সাকলায়েন। এবার তিনি নিউজিল্যান্ডের দায়িত্বছবি : এএফপি

নিউজিল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন সাকলায়েন মুশতাক। চলতি মাসে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। এই সফরে কিউইদের কোচিং দলে কাজ করবেন সাকলায়েন।

৪৬ বছর বয়সী সাকলায়েন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন। দেশের মাটিতে বিদেশি দলের কোচের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সাকলায়েন জিও নিউজকে বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব আমি গ্রহণ করেছি। শুধু পাকিস্তান সফরের সময়ে ওদের সঙ্গে কাজ করব।’

পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ এপ্রিল। এর দুই দিন আগে টম ল্যাথামদের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। সাকলায়েন মেয়াদ শেষে পাকিস্তান দল ছেড়ে যাওয়ার পর পিসিবি এখনো কোনো প্রধান কোচ নিয়োগ দেয়নি।

গত সপ্তাহে মিকি আর্থারকে পরামর্শক পদে নিয়োগ দিয়েছে পিসিবি। তবে ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্ব চালিয়ে যাওয়ায় দলের সঙ্গে তিনি কমই থাকবেন। বাবর আজমদের সঙ্গে কাজ করার জন্য এখন পর্যন্ত ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিয়েছে পিসিবি। বোলিং কোচ হিসেবে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মরনে মরকেল, ব্যাটিং কোচ হিসেবে অ্যান্ড্রু পুটিক।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে হেরেছে পাকিস্তান
ছবি : এএফপি

জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তান দলের সাবেক ফিল্ডিং কোচ গ্রান্ট ব্র্যাডবার্নকে নিউজিল্যান্ড সিরিজে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে লাহোরে। এরপর রাওয়ালপিন্ডিতে হবে শেষ দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে। শেষ চারটি ওয়ানডে হবে করাচিতে।

আরও পড়ুন