বিশ্বকাপের দরজা ব্রুকের জন্য এখনো বন্ধ হয়ে যায়নি, বললেন বাটলার
কেন হ্যারি ব্রুক ওয়ানডে দলে নেই? টুইটার থেকে শুরু করে ফেসবুক—সব জায়গাতেই একই প্রশ্ন। প্রশ্নটা যাদের উদ্দেশে, সেই ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছেও খুব একটা সদুত্তর ছিল না। কারণ, ব্রুক তো আর পারফরম্যান্সের জন্য বাদ পড়েননি, বাদ পড়েছেন বেন স্টোকসের ফেরার কারণে।
যেভাবেই বাদ পড়ুন, বিশ্বকাপের দুই মাস আগে ওয়ানডে দল থেকে বাদ পড়া ব্রুকের জন্য ধাক্কাই বলতে হবে। তবে ব্রুকের জন্য আশার কথা হলো, তিনি এখনো ভারতের বিমানে চড়ার স্বপ্ন দেখতে পারেন। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার নিজেই বলেছেন, ব্রুকের জন্য বিশ্বকাপের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি।
প্রাথমিক দলে না থেকে বিশ্বকাপে খেলার উদাহরণ খুঁজতে ব্রুকের বেশি দূরে যেতে হবে না। গত বিশ্বকাপেই ইংল্যান্ডের প্রাথমিক দলে দুটি পরিবর্তন আনা হয়েছিল। প্রাথমিক দলে থাকা জো ডেনলি ও ডেভিড উইলির জায়গায় নেওয়া হয়েছিল জফরা আর্চার ও লিয়াম ডসনকে। এবারও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ আছে।
আর ব্রুকও আছেন দুর্দান্ত ছন্দে। অ্যাশেজে ৩৬৩ রান করা ব্রুক কয়েক দিন আগেই দ্য হানড্রেডে খেলছেন ৪২ বলে ১০৫ রানের ইনিংস। তাই অধিনায়ক বাটলারকে এই উঠতি তারকাকে নিয়ে কথা বলতেই হলো, ‘(ভারতের) বিমানে ওঠার আগে এখনো অনেক সময় আছে। আমরা অপেক্ষা করব এবং দেখব কী হয়। আমরা সবাই জানি, হ্যারি ব্রুক দুর্দান্ত ক্রিকেটার আর সেদিনও তো আমরা দেখলাম, সে কী করতে পারে। এই মুহূর্তে এটা তার দুর্ভাগ্য যে সে স্কোয়াডে নেই।’
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস অবসর ভেঙে ফেরায় ইংল্যান্ড দলের সমন্বয় অনেকটাই বদলে গেছে। আর চোটের কারণে স্টোকস শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন বলে দলের কৌশল যেমন বদলে গেছে, তেমনি বদলে গেছে নানা সমীকরণ। যে কারণেই বাদ পড়তে হয়েছে এখন পর্যন্ত তিন ওয়ানডে খেলা ব্রুককে।
বাটলার ব্রুককে সেই বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন, ‘বেন স্টোকস ফিরে আসায় এবং শুধু ব্যাটসম্যান হিসেবে ফেরায় দলের বাস্তবতা বদলে গেছে। বেনও দুর্দান্ত এক ক্রিকেটার। দল নির্বাচন তাই খুবই কঠিন ছিল। অনেক ক্রিকেটারই লম্বা সময় ধরে পারফর্ম করছে। আমাদের সৌভাগ্য যে আমাদের এত প্রতিভাবান ক্রিকেটার আছে এবং দলের গভীরতা এত বেশি। প্রাথমিক দলে জায়গা না পাওয়াদের মধ্যেও অনেক দুর্দান্ত ক্রিকেটার আছে। সাদা বলের ক্রিকেটে গত কয়েক বছরে ইংল্যান্ডের স্কোয়াডের ধরনই এমন।’
ব্রুক নিজেও অবশ্য বাস্তবতা মেনে নিয়েছেন। নিজের বাদ পড়া নিয়ে ব্রুক বলেছিলেন, ‘স্টোকস সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার, তাকে নিয়ে তো অভিযোগ করতে পারব না, পারব কি? অবশ্যই বাদ পড়া হতাশার। কিন্তু এটা নিয়ে তো আমি কিছু করতে পারব না। সামনে তাকাতে হবে।’