২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাকিবের সঙ্গে হাথুরুসিংহের কথা হয়েছে, তবে...

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেফাইল ছবি: বিসিবি

সাকিব আল হাসান সাক্ষাৎকারটা দিয়েছিলেন ঢাকায়, বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে। আর সেই সাক্ষাৎকার প্রচার হয়েছিল বাংলাদেশ দল ভারতে পৌঁছানোর পর। একটি বেসরকারি টেলিভিশনে সেই সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।

বিশ্বকাপের দলে তামিম ইকবালের না থাকা, দলে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকা, বিসিবি সভাপতি নাজমুল হাসানের ভালো–মন্দ, বাংলাদেশ দলের অভ্যন্তরের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছিলেন সাকিব। বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা একটি দলের অধিনায়কের মুখে সময়ের পরিপ্রেক্ষিতে যা নজিরবিহীন।

ভারতে যাওয়ার পর সাকিব এখনো সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে আজ ধর্মশালায় সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ হাথুরুসিংহে। সেখানে উঠে আসে সাকিবের দেশ ছাড়ার আগে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ। এক সাংবাদিক প্রশ্ন করেন, সাক্ষাৎকারে সাকিব এমন কিছু মন্তব্য করেছিলেন, যা হয়তো দরকার ছিল না। এ বিষয়ে তাঁর সঙ্গে আপনার কথা হয়েছে কি না?

এ ধরনের প্রশ্ন এলে কী করবেন, সেটা হয়তো আগেই ভেবে রেখেছিলেন হাথুরুসিংহে। সাকিবের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে কথা হয়েছে কি না প্রশ্নে তাই জবাব দিয়েছন কূটনৈতিক ভাষায়, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছে ব্যাটিং, বোলিং আর অধিনায়কত্ব নিয়ে।’ এই এক বাক্যেই উত্তর শেষ করেছেন বাংলাদেশের কোচ।

আরও পড়ুন

হাথুরুসিংহে যে জবাব দিয়েছেন, তার একটা অর্থ হতে পারে ব্যাটিং, বোলিং ও অধিনায়কত্ব ছাড়া কোনো বিষয় সাকিবের সঙ্গে তাঁর কথা হয়নি। আরেকটা হতে পারে কথা হয়েছে, কিন্তু জবাব দিতে চান না।

সাকিব আর হাথুরুসিংহেই জানেন কোনটা সত্যি।

আরও পড়ুন