হৃদয় লিখলেন, ‘প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় আর রক্তাক্ত না হোক’

বাংলাদেশ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়প্রথম আলো

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়। এ মুহূর্তে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় আছেন এ ব্যাটসম্যান। পেসার শরীফুল ইসলামও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে হৃদয় লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…. আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হৃদয়। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হৃদয় এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩০টি ওয়ানডে ও ২৯টি টি-টোয়েন্টি খেলেছেন। এলপিএলের এ মৌসুমে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন তিনি।

অন্যদিকে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএলে খেলা শরীফুল তাঁর ফেসবুক পেজ থেকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’  

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের কয়েক দফা সংঘর্ষ হয়। বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। সংঘর্ষের ঘটনায় আহত ২৯৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করে আছেন এক তরুণ। আজ সোমবার বিকেলে শহীদুল্লাহ হল এলাকায়
ছবি: সাজিদ হোসেন

গতকালের এমন পরিস্থিতির পর আজও উত্তপ্ত আছে রাজধানীসহ দেশের বিভিন্ন অংশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদেরও আজ বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার কথা ছিল। তবে আজ বেলা সোয়া দুইটা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন।