কোহলির বাবা হওয়ার খবর ‘ভয়ানক ভুল’, বললেন ডি ভিলিয়ার্স
খবরটা এবি ডি ভিলিয়ার্স দিয়েছিলেন বলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে গোপনীয়তা ভঙ্গ করলেন কি না, সে আলোচনা উঠেছিল ঠিকই।
এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক নিজের কথাকেই অবিশ্বাসের মুখে ফেলে দিয়েছেন। বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন বলে কদিন আগে যে খবরটি দিয়েছিলেন, সেটি ভয়ানক ভুল ছিল মন্তব্য করেছেন ডি ভিলিয়ার্স। বর্তমানে নিজ দেশে থাকা এই সাবেক ক্রিকেটার বলেছেন, কোহলির জীবনে কী ঘটছে তিনি জানেন না।
বর্তমানে ভারত নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেললেও কোহলি দলের সঙ্গে নেই। প্রথমে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে ছুটি নেন কোহলি। পরে শোনা যায়, পরের দুই টেস্টেও তিনি অনিশ্চিত। বিসিসিআই তাঁকে প্রথম দুই টেস্টে ছুটি দেওয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ব্যক্তিগত কারণে’র কথা উল্লেখ করেছিল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দুই সপ্তাহ যাবৎ কোহলিকে কোথাও দেখা যাচ্ছে না। এরই মধ্যে ৩ ফেব্রুয়ারি ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে জানান, কোহলি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে সময় দিতে দল থেকে ছুটি নিয়েছেন। কোহলির ছুটির বিষয়ে এটিই ছিল তাঁর কাছের কোনো ব্যক্তির প্রথম বক্তব্য। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার সুবাদে কোহলি–ডি ভিলিয়ার্স একে অপরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেদিন কোহলির সঙ্গে বার্তা আদান–প্রদানের মাধ্যমে কুশল বিনিময় হয়েছে বলেও জানান ডি ভিলিয়ার্স।
তবে পাঁচ দিন পরই নিজের বক্তব্য থেকে সরে এসেছেন ওয়ানডের দ্রুততম শতকের মালিক। বৃহস্পতিবার এসএটোয়েন্টির ম্যাচের ফাঁকে ভারতের দৈনিক ভাস্করকে ডি ভিলিয়ার্স বলেন, ‘পরিবারই সবার আগে, যেটা আমি সেদিন ইউটিউবেই বলেছি। তবে একই সময়ে আমি ভয়ানক একটা ভুলও করেছি। এমন একটা ভুল তথ্য দিয়েছি, যেটা আদৌ সত্য নয়।’
এসএটোয়েন্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা ডি ভিলিয়ার্স এখন কোহলির মাঠে ফেরার অপেক্ষায়, ‘কোহলির পরিবারের জন্য যেটা ভালো হয়, সেটাই সবার আগে। কেউ জানে না সেখানে কী ঘটছে। আমি শুধু ওর জন্য শুভকামনাই জানাতে পারি। ওর ছুটি নেওয়ার কারণ যেটাই হোক, সে আরও ভালোভাবে ফিরবে বলে আমি আশা করছি।’
ভারত–ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি রাজকোটে।