২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জনসন-ওয়ার্নার বিতর্কে কী বললেন ক্লার্ক-খাজারা

ডেভিড ওয়ার্নারকে নিয়ে ঝড় উঠেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটেগ্রাফিকস: প্রথম আলো

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নারের জায়গা পাওয়ার কড়া সমালোচনা করেছিলেন মিচেল জনসন। উসমান খাজার তা সহ্য হয়নি। জাতীয় দলে নিজের ওপেনিং সতীর্থের পক্ষে মুখ খুলেছেন খাজা। বলেছেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। ওয়ার্নার ও স্টিভ স্মিথকে নায়ক বলেই মনে করেন খাজা।

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ খেলেই টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাবেন, ৩৭ বছর বয়সী ওয়ার্নার গত জুনেই জানিয়েছেন। ১৪ ডিসেম্বর পার্থে সিরিজের প্রথম টেস্টের জন্য দলে ডাকা হয় ওয়ার্নারকে।

এরপর ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ লেখা কলামে অস্ট্রেলিয়ারই সাবেক পেসার জনসন এ নিয়ে বলেন, টেস্টে বাজে ফর্মে থাকা ওয়ার্নারকে কেন ‘নায়োকোচিত বিদায়’ দেওয়া হবে। ‘কেউ আমাকে বলতে পারবেন, এটা কেন’—এমন প্রশ্ন তোলেন জনসন। ওয়ার্নার ২০১৮ সালে কেপটাউন টেস্টে ‘স্যান্ডপেপার–গেট’ কেলেঙ্কারির মূল হোতা ছিলেন, সেটাও মনে করিয়ে দেন। বল বিকৃত করার সেই ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার ও স্মিথ।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা
ছবি: এএফপি

কিন্তু খাজা আজ সংবাদকর্মীদের বলেন, ‘ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ আমার চোখে নায়ক। কেউ ভুলের ঊর্ধ্বে নন; মিচেল জনসন, আমি, স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও নয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তারা খেলাটির জন্য যা করেছে, তা অন্য যা কিছু করেছে, সেগুলোকে ছাপিয়ে যায়। তাই এখন যদি বলা হয়, ডেভিড ওয়ার্নার কিংবা স্যান্ডপেপার–গেটের সঙ্গে জড়িত অন্য কেউ নায়ক নয়, আমি কঠোরভাবে তাতে অসম্মতি জানাই।’

আরও পড়ুন

এদিকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ কর্পো’ জানিয়েছে, জনসনের এই কলামের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, অস্ট্রেলিয়ায় রিকি পন্টিংয়ের যুগ আর এখনকার যুগের ক্রিকেটারদের মধ্যে একটা দীর্ঘ ফাটল আছে। গত বছর ফেব্রুয়ারিতে জাস্টিন ল্যাঙ্গার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়ক প্যাট কামিন্সকে ‘ভীরু’ বলেছিলেন জনসন। এর পর থেকে অস্ট্রেলিয়ার বোলারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নীরব হয়ে পড়ে, যেখানে নানা বিষয়ে আলোচনা করতেন জনসন, কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও জনসনের মন্তব্যে অবাক হয়েছেন। স্কাই স্পোর্টস রেডিওর ‘বিগ স্পোর্টস ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে ক্লার্ক জানিয়েছেন, জনসন এবং ওয়ার্নারের মধ্যে কোনো অতীত ঝামেলা তাঁর চোখে পড়েনি, ‘খেলায় সব দলেই সবাই সবার বন্ধু হয় না। ডেভ (ওয়ার্নার) শক্তিশালী চরিত্র। জনসনের ব্যক্তিত্বও শক্ত। নেটে তারা লড়াই করেছে, সেটা আমি দেখেছি। কিন্তু এখানে বসে বলতে পারব না যে একসঙ্গে খেলার সময় তাদের মধ্যে কোনো বিরোধ ছিল।’

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টিম পেইন
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন দেশটির রেডিও চ্যানেল এসইএনকে বলেছেন, ‘লেখার (জনসনের কলাম) অন্তর্নিহিত বিষয়টি হলো দুজনের মধ্যে সম্পর্কটা তেমন ভালো নয়। তাই একটু সমালোচনা করাই স্বাভাবিক।’ স্যান্ডপেপার–গেট কেলেঙ্কারি নিয়ে বলেছেন, ‘স্যান্ডপেপারের ঘটনাটা আবার তুলে আনা এবং বলা যে ডেভিড (ওয়ার্নার) নেতা হিসেবে ক্ষমতা দেখিয়েছে...আমি তো ডেভিডের সঙ্গে খেলেছি, সে অবশ্যই এমন কিছু করেনি।’

আরও পড়ুন