২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কোহলির ১, কোহলির ০, কোহলির বছর

২০২৩ বিরাট কোহলিকে এনে দিয়েছেন বেশ কয়েকটি রেকর্ডএএফপি

ভারত ক্রিকেট দল বছর শেষ করেছে বড় হার দিয়ে। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ইনিংস ও ৩২ রানে। এ বছর দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলে দুটিতেই হেরেছে ভারত। জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ—দুটিতেই অস্ট্রেলিয়ার কাছে হার তাদের।

তবে দলের জন্য যেমনই হোক, শেষ হতে চলা বছরটা বিরাট কোহলির জন্য মধুরই কেটেছে। বছরের শেষ ম্যাচেই যেমন দলের বড় হারের দিনে ক্রিকেটের অনন্য এক রেকর্ড ছুঁয়েছেন তিনি। এই বছর কোহলির ক্যারিয়ারে ১–এর সমাহার যেমন, আছে শূন্যর উপস্থিতিও।

২০২৩ সালে নিজের শেষ ইনিংসে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রান করেন বিরাট কোহলি, যা চলতি বছরে তাঁর রানের সংখ্যা নিয়ে যায় ২০৪৮–এ। এ নিয়ে সপ্তমবার বছরে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। সবচেয়ে বেশি বছরে ২ হাজার রান করার রেকর্ডটা এখন তাঁরই। এ ক্ষেত্রে কোহলি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে।
সবচেয়ে বেশি বছরে দুই হাজার রান

৩টি শতক, ৬টি অর্ধশতক—এবারের বিশ্বকাপে ১১ বার ব্যাট করতে নেমে ৯ বারই পঞ্চাশ পেরিয়েছেন কোহলি। বিশ্বকাপে এক আসরে এটিই সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রানের ইনিংস। পেছনে পড়ে গেছে ২০০৩ আসরে টেন্ডুলকারের ৭ পঞ্চাশোর্ধ ইনিংস।

২০২৩ সালে ২৭টি ওয়ানডে খেলে ৭২.৪৭ গড়ে ১৩৭৭ রান করেছেন কোহলি, যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এই রান তোলার পথে ৬টি শতক করেছেন তিনি, যার মধ্যে ৫ নভেম্বর বিশ্বকাপের লিগ পর্বে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক তুলে শচীন টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ড স্পর্শ করেন। এরপর সেমিফাইনালে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক করে হয়ে যান ওয়ানডেতে ৫০টি শতক করা একমাত্র ব্যাটসম্যান।
ওয়ানডেতে সবচেয়ে বেশি শতক

বিশ্বকাপে সর্বোচ্চ

২০২৩ বিশ্বকাপে ১১ ইনিংসে ৭৬৫ রান তোলেন কোহলি, যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান। ভেঙে যায় ২০০৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের তোলা ৬৪৮ রানের রেকর্ড।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান
১২০৫ দিন

মার্চে ভারত–অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলেন কোহলি। এটি ছিল ১ হাজার ২০৫ দিন পর টেস্টে কোহলির প্রথম শতক।

সার্চ ইঞ্জিন গুগল ২৫ বছরে সবচেয়ে বেশি খোঁজা তারকাদের তালিকা প্রকাশ করেছে এ বছর। গত ২৫ বছরে গুগলে খোঁজের তালিকায় থাকা এক নম্বর ক্রিকেটার বিরাট কোহলি।
২০১০ সালে টি–টোয়েন্টি অভিষেকের পর এই প্রথম ২০২৩ সালে একটিও টি–টোয়েন্টি খেলেননি কোহলি। ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ ক্যারিয়ারে এবারই প্রথম (ইংল্যান্ডের বিপক্ষে) শূন্য রানে আউট হয়েছেন তিনি।