ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সংবাদ সম্মেলন। তবে সেই সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময়ই তামিমকে কথা বলতে হলো সিরিজের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে। এর মধ্যে সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেমন প্রশ্ন হয়েছে, প্রশ্ন হয়েছে দলের মধ্যে দ্বন্দ্ব, বড় সিরিজে চোটের কারণে তাঁর বাইরে থাকা নিয়েও।
দেশের হয়ে তামিম সর্বশেষ খেলেছেন ২০২২ সালের আগস্টে, বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে। এরপর বাংলাদেশ দল ব্যস্ত ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে, যে সংস্করণ থেকে তামিম অবসর নিয়েছেন।
ঘরের মাঠে গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু চোটের কারণে সেটি হয়নি। দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম।
চোটের কারণে বিভিন্ন সময় দলের বাইরে থাকার প্রসঙ্গ টেনে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ‘বড় ম্যাচ, বড় সিরিজ যখন আসে তখন তামিমের ইনজুরি হয়—এই বিষয়গুলো (যখন প্রশ্ন ওঠে), অধিনায়ক হিসেবে, অনেক দিন খেলছেন, কেমন লাগে?’
উত্তরে তামিম বলেছেন, ‘১৫ হাজার রান করার পরও যদি এই কথা শুনতে হয়, তাহলে এটা দুঃখজনক, অপ্রত্যাশিত। আমি ১৭ বছর ধরে খেলছি, দেশের হয়ে ৯০ ভাগ ম্যাচ খেলেছি। হয়তো ১০ ভাগ ম্যাচ মিস করেছি চোটের কারণে। আমার গড় যদি ৯০ ভাগ হয়, তাহলে এটা খুবই ভালো। কোনো ক্রিকেটারই কোনো ম্যাচ মিস করতে চায় না। এর চেয়ে বেশি আমার আসলে কিছু বলার নেই।’
এরপর অন্য একটি প্রসঙ্গে প্রশ্ন করা হচ্ছিল। সেটি থামিয়ে দিয়ে তামিম আরও যোগ করেন, ‘ইংল্যান্ড সিরিজও বড় সিরিজ। আমি কেন খেলছি? ওদের পেস বোলিং আক্রমণ আরও ভালো। তাহলে আমি কেন খেলছি (হাসি)।’