ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে শেহজাদ, ‘সীমান্তে স্টেডিয়াম তৈরি করুন’

পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদএক্স

সমাধান কী—অনেক দিন ধরেই ক্রিকেট বিশ্বে প্রশ্নটি ঘুরছে। প্রশ্নটা মূলত ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নিয়ে।

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত পাকিস্তানে ক্রিকেট দল পাঠাচ্ছে না এক যুগের বেশি সময় ধরে। এই অবস্থানে অনড় থেকে নভেম্বর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দেয়, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেবে না ভারত সরকার। বিসিসিআইয়ের ওই সিদ্ধান্তের পর প্রশ্নটি আরও বড় হয়ে ওঠে। অনেক দিনের নাটক শেষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য গতকাল চূড়ান্ত হয়েছে।

আইসিসি জানিয়ে দিয়েছে, গত বছরের এশিয়া কাপের মতো এবারের চ্যাম্পিয়নস ট্রফিও হবে হাইব্রিড মডেলে। তার মানে, চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানই আয়োজন করবে, কিন্তু ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। ভারত যেমন আইসিসি বা এসিসি টুর্নামেন্টের জন্য পাকিস্তানে দল পাঠাবে না, তেমনি পাকিস্তানও নিকট ভবিষ্যতে ভারতে দল পাঠাবে না। এ কারণে ২০২৪ থেকে ২০২৭ চক্রে ভারত ও পাকিস্তানে সব আইসিসি টুর্নামেন্টই হবে হাইব্রিড মডেলে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
আইসিসি

সমাধান আপাতত একটা খুঁজে পেয়েছে আইসিসি। কিন্তু ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের এই অবস্থা নিয়ে আলোচনার ঝড় এখনো থামছে না। আলোচনার এই ঝড়ে সর্বশেষ যোগ হয়েছে পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদের কথা। বিসিসিআই ও ভারত সরকারকে বিষয়টি নিয়ে খোঁচা দিয়ে অন্য রকম একটি সমাধান দিয়েছেন শেহজাদ।

কী সেই সমাধান? সীমান্তে দুই দেশের দিকে দুই গেট রেখে একটি স্টেডিয়াম তৈরি করা! একটি পডকাস্টে শেহজাদ বলেছেন, ‘সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।’

আরও পড়ুন

বিসিসিআই আর ভারত সরকারকে এরপরই খোঁচা দিয়েছেন শেহজাদ, ‘আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।’

আরও পড়ুন