২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিদায়ী টেস্টের আগে ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরি

ব্যাগি গ্রিন পরা ওয়ার্নার
ইনস্টাগ্রাম

বেশ এক বিড়ম্বনায় পড়েছেন ডেভিড ওয়ার্নার!

সিডনি টেস্ট দিয়ে টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তো আগেই জানিয়েছেন। সেই সিডনি টেস্ট শুরু হবে আগামীকাল। তবে এর আগে নিজের ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেছেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে সেটা ফেরত দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।

ওয়ার্নার ব্যাগি গ্রিন হারিয়েছেন মেলবোর্ন থেকে সিডনির এক ফ্লাইটে। টেস্ট অভিষেকের দিন ওয়ার্নারকে ব্যাগি গ্রিন তুলে দেওয়া হয়। বেশির ভাগ ক্রিকেটারই এটাকে খুব সযত্নে রেখে দেন। আর বিদায়ী টেস্টের আগে ওয়ার্নারের জন্য এটা তো বিশেষ কিছুই।

আরও পড়ুন

ইনস্টাগ্রামে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাকপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’

ওয়ার্নার আরও বলেছেন, ‘যদি এই ব্যাকপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাকপ্যাক খুশিমনে দিয়ে দেব।’

আরও পড়ুন

ওয়ার্নারের কাছে ব্যাগি গ্রিন কতটা বিশেষ তা বোঝা যায় কয়েক দিন আগে করা তাঁর এক পোস্টে। ইনস্টাগ্রামে ডিসেম্বরে পার্থ টেস্টের আগের দিন ব্যাগি গ্রিন পরা ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘সব শিশু এবং তরুণ প্লেয়ারদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, এটি আমার ছেলেবেলার ছবি, যখন আমি প্রথম ব্যাগি গ্রিন পাই। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই স্বপ্ন দেখা খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি, সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখো, আমি যেভাবে বড় স্বপ্ন দেখেছি, সেভাবে বড় স্বপ্ন দেখতে ভয় পেয়ো না।’