অভিষেকে প্রথম বলেই রিশাদের ছক্কা এবং আরও কিছু রেকর্ড
বাংলাদেশের ২৯১ রানের ১৬৯-ই এসেছে সৌম্যর ব্যাট থেকে। ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসে শতকরা হিসাবে সর্বোচ্চ অবদানের রেকর্ড এটি। এমন আরও কিছু রেকর্ড হয়েছে নেলসনে।
ওয়ানডে অভিষেকে মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা মারা দ্বিতীয় ব্যাটসম্যান বাংলাদেশের রিশাদ হোসেন। এই সংস্করণে রিশাদ ছাড়া এমন কীর্তি আছে শুধু ভারতের ঈশান কিষানের।
বাংলাদেশের ২৯১ রানের ১৬৯-ই এসেছে সৌম্যর ব্যাট থেকে, যা দলের রানের ৫৮.০৭ শতাংশ। ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসে শতকরা হিসাবে সর্বোচ্চ অবদানের রেকর্ড এটি। আগের রেকর্ড মুশফিকুর রহিমের, ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫.১৭ শতাংশ। বাংলাদেশের ২৬১ রানের ১৪৪-ই করেছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে চার-ছক্কায় ১০০ রান নেওয়া দ্বিতীয় ব্যাটসম্যান সৌম্য সরকার। বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান লিটন দাসের। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রান করার পথে ১৬টি রান ও ৮টি ছক্কায় ১১২ রান নিয়েছিলেন লিটন।
নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৮৮/৭, ২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে।