সিপিএলে ফ্লাডলাইট বন্ধ হওয়ায় সেঞ্চুরি পেলেন না পুরান

৯১ রানে অপরাজিত ছিলেন পুরানসিপিএল

নিকোলাস পুরানের আর কীই–বা করার ছিল!

গ্রুপ পর্বের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজনের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। এরপরও রানরেটের কারণে খেলতে হয়েছে এলিমিনেটর। সেই এলিমিনেটরেও পেতে পারতেন সেঞ্চুরি।

ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় সেটি আর হয়নি, অপরাজিত ছিলেন ৯১ রানে। হেরেছে তাঁর দল ত্রিনবাগো নাইট রাইডার্সও। সিপিএলে এলিমিনেটরে বার্বাডোজ রয়্যালসের কাছে হেরেছে ৯ উইকেটে।

ত্রিনবাগো ১৯.১ ওভারে ১৬৮ রান করার পরই প্রভিডেন্স স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। তখন ৯১ রান নিয়ে উইকেটে ছিলেন পুরান। এরপর খেলা বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা। একটা পর্যায়ে শোনা যায় ম্যাচ বাতিলের গুঞ্জনও।

ম্যাচ বাতিল হলে পয়েন্ট তালিকায় ওপরে থাকায় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেত ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়। ডিএলএস পদ্ধতিতে বার্বাডোজের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬০ রান, যা ডেভিড মিলারের ১৭ বলের ফিফটিতে ৪ বল হাতে রেখে টপকে যায় বার্বাডোজ। দলে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, পুরানরা থাকার পরও এলিমিনেটর থেকেই ছিটকে যেতে হয় নাইট রাইডার্সকে।

আরও পড়ুন

দল বাদ পড়লেও ৫০৪ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক এখনো পুরান। রান করেছেন ৫৬ গড় আর প্রায় ১৭০ স্ট্রাইক রেটে। কিছুদিন আগেই এক পঞ্জিকাবর্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।

গত ২৭ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলার পথে মোহাম্মদ রিজওয়ানকে টপকে যান পুরান। ২০২১ সালে ৪৫ ইনিংসে ৫৬.৫৫ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে ২০৩৬ রান করেছিলেন রিজওয়ান। পুরান এ বছর এখন পর্যন্ত রান করেছেন ২২৫১। এই রান করতে তাঁর লেগেছে ৬৮ ইনিংস। তিনি ব্যাটিং করেছেন ৪৫ গড় আর ১৬০ স্ট্রাইক রেটে।

আরও পড়ুন