মুরালি, অশ্বিন, জাদেজা...ঘরের মাঠের রাজাদের মধ্যে সাকিব কোথায়
রবিচন্দ্রন অশ্বিন—সময়ের অন্যতম সেরা বোলার। রাজকোট টেস্টে মায়ের অসুস্থার কারণে নাম প্রত্যাহার করে নেওয়ার আগে ইতিহাসের নবম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই স্পিনার।
ভারতের মাটিতে যেকোনো দল সফর করতে এলে সবার আগে এই অশ্বিন–ধাঁধার উত্তর দিতে হয়। ভারতের মাটিতে তিনি কতটা বিধ্বংসী, এর প্রমাণ ভারতের মাঠে তাঁর ৩৪৮ উইকেট, যা তাঁর মোট উইকেটের ৬৯.৪৬ শতাংশ।
শুধু অশ্বিনই যে ঘরের মাঠের রাজা, ব্যাপারটা এমন নয়। অশ্বিনের সঙ্গী রবীন্দ্র জাদেজা তো ঘরের মাঠে উইকেট পাওয়ার হারে অশ্বিনের চেয়ে এগিয়ে। জাদেজার তাঁর মোট উইকেটের ৭১.৭৭ শতাংশ নিয়েছেন ঘরের মাঠে, যা গত ৩০ বছরে টেস্টে ঘরের মাঠে সর্বোচ্চ। তবে অশ্বিন বা জাদেজা নয়, ঘরের মাঠের আসল রাজা কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তিনি দেশের মাটিতে যত উইকেট নিয়েছেন, তত উইকেট অনেক কিংবদন্তির ক্যারিয়ারেও নেই!
৮০০ উইকেটের মালিক মুরালিধরন ক্যারিয়ারে ৪৯৩ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার মাটিতে, শতাংশের হিসাবে যা ৬১.৬৩ ভাগ। ঘরের মাঠে ১৩৪ ইনিংস খেলে ৫ উইকেট পেয়েছেন সর্বোচ্চ ৪৫ বার। ঘরের মাঠে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার তালিকার পরের নামটাও আরেক লঙ্কানের। বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ মাত্র ৯২ ইনিংসে ২৬ বার ৫ উইকেট পেয়েছেন। মোট ৪৩৩ উইকেট নেওয়া এই স্পিনার শ্রীলঙ্কার মাটিতে পেয়েছেন ২৭৮টি।
অশ্বিনও ঘরের মাঠে ৫ উইকেট পেয়েছেন ২৬ বার। তবে তাঁর লেগেছে ১১১ ইনিংস। এরপর এই তালিকায় আছেন অনিল কুম্বলে ও জেমস অ্যান্ডারসন। কুম্বলে ভারতের মাটিতে ৫ উইকেট পেয়েছেন ২৫ বার। অ্যান্ডারসন ইংল্যান্ডে ২০০ ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ২৪ বার।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। তাঁর উইকেট ২৩৩টি। এর মধ্যে ঘরের মাঠেই সাকিবের উইকেট ১৫৯টি, যা তাঁর মোট উইকেটের ৫৮ শতাংশ। ঘরের মাঠে ৭৪ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৪ বার।