হেলমেটের সমস্যার আগেই ম্যাথুসকে ‘টাইমড আউট’ নিয়ে সতর্ক করেছিলেন আম্পায়ার
দিল্লিতে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৩ উইকেটে জয়ের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ হওয়া নিয়ে বিতর্ক এখনো থামেনি। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্যাট করতে ক্রিজে আসার পর ম্যাথুস জানতেন, তিনি টাইমড আউট হওয়ার ঝুঁকিতে আছেন।
শ্রীলঙ্কার ইনিংসে ২৫তম ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে আসেন ম্যাথুস। চার শর কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ৩৬ বছর বয়সী ম্যাথুস মাঠে ঢোকার পরপরই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ তাঁকে জানিয়েছিলেন, বোলারের মুখোমুখি হতে তাঁর হাতে আর ৩০ সেকেন্ড সময় আছে। এ তথ্য জেনেছে ইএসপিএনক্রিকইনফো।
হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ায় ক্রিজে দাঁড়িয়ে বোলারের মুখোমুখি হতে দেরি হয় ম্যাথুসের। বেঁধে দেওয়া ২ মিনিট সময়ের মধ্যে প্রথম বলটা খেলতে পারেননি। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এরপর টাইমড আউট হন ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়া প্রথম ব্যাটসম্যানও ম্যাথুস।
বাংলাদেশের কাছে শ্রীলঙ্কার ৩ উইকেটে হারের পর ম্যাথুস দাবি করেন, তিনি কোনো ‘ভুল’ করেননি। যেহেতু সমস্যাটা খেলার সরঞ্জামের, ম্যাচ অফিশিয়ালরা তাই ‘সাধারণ বোধবুদ্ধি’ মেনে সিদ্ধান্ত নিতে পারতেন বলে মনে করেন ম্যাথুস।
বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, উইকেট পতনের পর নতুন ব্যাটসম্যানকে ২ মিনিটের মধ্যে ক্রিজে নেমে প্রথম বলটা খেলতে হবে, শুধু গার্ড নিলে হবে না। এই ২ মিনিট সময়ের হিসাব রাখেন টিভি আম্পায়ার। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সামারাবিক্রমা আউট হওয়ার ১ মিনিট ১০ সেকেন্ড পর ব্যাটিংয়ে নামেন ম্যাথুস। হাঁটতে হাঁটতে ক্রিজে গিয়ে চারিত আসালাঙ্কার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ম্যাথুস। মাঠের আম্পায়ার ইলিংওয়ার্থ এর আগেই তাঁকে জানিয়েছিলেন, বোলারের মুখোমুখি হতে তাঁর হাতে আর ৩০ সেকেন্ড সময় আছে।
সামারাবিক্রমা আউট হওয়ার ১ মিনিট ৫৫ সেকেন্ড পেরিয়ে গেলেও ম্যাথুস ততক্ষণ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে গার্ড নেননি বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। হেলমেটের ফিতা ঠিক করার সময় ম্যাথুস সমস্যাটা ধরতে পারেন। ফিতাটা খুলে তাঁর হাতে চলে আসে। ম্যাথুস এরপর বোলারের প্রান্তে দাঁড়ানো আম্পায়ার মারাইস এরাসমাস ও লেগ আম্পায়ার ইলিংওয়ার্থকে কিছুই না বলে হেলমেট বদলের জন্য শ্রীলঙ্কার ডাগআউটের দিকে ইঙ্গিত করেন।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ ব্যাপারে নিয়ম হলো খেলার কোনো সরঞ্জাম বদলের প্রয়োজন হলে তা মাঠের আম্পায়ারকে জানাতে হয়। ব্যাপারটি করা হয় আম্পায়ারের প্রতি সম্মানবোধ থেকে এবং ম্যাচ অফিশিয়ালরাও যেন সময়ের ব্যবস্থাপনাটা ঠিকমতো করতে পারেন সে জন্য।
ম্যাথুস যখন নতুন হেলমেট হাতে পেলেন ততক্ষণে উইকেট পড়ার প্রায় আড়াই মিনিট পেরিয়ে গেছে। তখন এক সতীর্থের কথা শুনে ম্যাথুসকে ‘টাইমড আউট’–এর আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এরাসমাস নিয়ম মেনেই ম্যাথুসকে আউট ঘোষণা করেন। যদিও তার আগে সাকিবের কাছে শুনেছেন, তিনি সত্যিই এভাবে আউট চান কি না।
ম্যাথুস পরে দাবি করেন, হেলমেটের সমস্যার কারণে তিনি সাকিবের (তখন বোলার) মুখোমুখি হতে পারেননি। কারণটা নিরাপত্তাজনিত বলে দাবিও করেন। নতুন হেলমেট ছাড়া বল খেলতে পারতেন না বলেও দাবি করেন।
নির্ধারিত ২ মিনিট যে পার হয়ে গেছে, তা মাঠের দুই আম্পায়ারকে জানিয়েছিলেন টিভি আম্পায়ার নিতিন মেনন। নিয়ম অনুযায়ী, মাঠের আম্পায়াররা এটি টুকে রাখেন, কিন্তু ব্যাটসম্যানকে টাইমড আউট ঘোষণা করেন না। সে জন্য ফিল্ডিং দলের অধিনায়ককে আবেদন করতে হয়। আর কত সময় পেরিয়ে গেছে, সেটিও ফিল্ডিং দলকে বলেন না আম্পায়াররা।
ম্যাথুস দাবি করেন, ২ মিনিট সময় পেরিয়ে যাওয়ার আগেই তাঁর হেলমেটের সমস্যা দেখা দিয়েছিল। তাই এটা সরঞ্জামজনিত সমস্যা, যা ক্রিজে নেমে ২ মিনিটের মধ্যে বোলারের মুখোমুখি হওয়ার নিয়মের আওতায় পড়ে না।