ওয়ার্ন-মুরালির পর অ্যান্ডারসনের ৭০০
শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের পর প্রথম বোলার এবং ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। আজ ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবকে আউট করে অনন্য এ মাইলফলক স্পর্শ করলেন ইতিহাসের সফলতম পেসার।
৬৯৮ উইকেট নিয়ে ধর্মশালা টেস্ট খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। গতকাল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে শুবমান গিলকে বোল্ড করে পৌঁছে যান ৬৯৯ উইকেটে। আজ কুলদীপকে দুর্দান্ত এক অফ-কাটারে বিভ্রান্ত করে নিজের ৭০০তম উইকেটটি নেন ইংলিশ পেসার।
অ্যান্ডারসনের অফ-কাটার কুলদীপের ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার বেন ফোকসের গ্লাভসে। সঙ্গে সঙ্গেই সতীর্থরা মাঠের চারদিক থেকে ছুটে এসে অভিনন্দন জানান অ্যান্ডারসনকে। এরই এক ফাঁকে যে বলটি দিয়ে ৭০০তম উইকেটটি নিয়েছেন, সেটি উঁচিয়ে ধরেন তিনি। গ্যালারিতে থাকা দর্শক-সমর্থকদের দিকে বলটি দেখান অ্যান্ডারসন। ধর্মশালার গ্যালারির দর্শক সারিতে ছিলেন তাঁর বাবা-মাও।
৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে মুরালিধরনের লেগেছিল ১১৩ টেস্ট। ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ১৪৪তম ম্যাচে। অ্যান্ডারসনের লাগল ১৮৭ ম্যাচ। ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার ওপরে ৮০০ উইকেট নেওয়া মুরালিধরন। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের সামনে এখন ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন।
টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের ক্লাবের গোড়াপত্তন করেন প্রয়াত কিংবদন্তি ওয়ার্ন। ২০০৬ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। বক্সিং ডে টেস্টের প্রথম দিন ২৬ ডিসেম্বর ওয়ার্ন ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছান ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে আউট করে।
ওয়ার্নের ৭০০ উইকেটের ক্লাবে মুরালিধরন নাম লেখান পরের বছরের জুলাইয়ে। মুরালিধরন এই মাইলফলক ছুঁয়েছেন দেশের মাটিতে। বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান সৈয়দ রাসেলকে আউট করে ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছান মুরালি।
টেস্টে ৭০০ উইকেট
মুরালির সেই কীর্তি গড়ার প্রায় ১৭ বছর পর টেস্ট ক্রিকেটের ৭০০ উইকেট ক্লাব তৃতীয় সদস্য পেল। একদিক থেকে অ্যান্ডারসন আবার এই মাইলফলকে প্রথম। তাঁর আগে যে কোনো পেসার গড়তে পারেননি এমন কীর্তি। পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তাঁরই স্বদেশি স্টুয়ার্ট ব্রডের। ১৬৭ টেস্টে ৬০৪ উইকেট নিয়েছেন সাবেক হয়ে যাওয়া এই ইংলিশ ফাস্ট বোলার।
আরেকটি দিক থেকেও অনন্য অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী এই ফাস্ট বোলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ওয়ার্ন ও মুরালির দুজনেই ৭০০ উইকেট পেয়েছেন ৪০ বছরের কম বয়সে।
৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছানো ম্যাচে জিতেছিলেন ওয়ার্নের অস্ট্রেলিয়া ও মুরালির শ্রীলঙ্কা। অ্যান্ডারসনের ইংল্যান্ড কি পারবে? আপাতত সেরকম মনে হচ্ছে না।
পেসারদের মধ্যে টেস্টে শীর্ষ ৫ উইকেটশিকারি
ধর্মশালায় প্রথম ইনিংসে ভারতের চেয়ে ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে এই প্রতিবেদন লেখার সময় ৩৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। আপাতত ইনিংস হার এড়ানোটাই ইংলিশদের জন্য বড় চ্যালেঞ্জ।