আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের বিসমাহ মারুফ

পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফইনস্টাগ্রাম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন বিসমাহ।

আরও পড়ুন

পাকিস্তানের হয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বিসমাহ দেশের হয়ে রেকর্ড ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৩২ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৮০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৬২৬২ আন্তর্জাতিক রান করেছেন। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি ফিফটি পেয়েছেন বিসমাহ।

অবসর নেওয়ার বিবৃতিতে বিসমাহ বলেন, ‘যে খেলাটা আমি সবচেয়ে ভালোবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়—এমন সব স্মৃতি মিলিয়ে অসাধারণ এক অভিযাত্রা ছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, সে জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৯৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিসমাহ। ২০২০ ও ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ২০২২ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি।

পিসিবিকে ধন্যবাদ জানিয়ে অবসরবার্তায় বিসমাহ বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং নিজের প্রতিভা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। পিসিবির কাছ থেকে যে সমর্থন পেয়েছি, সেটি অমূল্য, বিশেষ করে তারা আমার জন্য প্রথমবারের মতো মাতা–পিতাসংক্রান্ত পলিসি গ্রহণ করেছেন। তাতে মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

আরও পড়ুন

সব মিলিয়ে মেয়েদের চারটি ওয়ানডে বিশ্বকাপ এবং ৮টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন বিসমাহ। ২০২১ সালের আগস্টে কন্যাসন্তানের জন্ম দেন বিসমাহ। সে বছরই ডিসেম্বরে ফিরেছেন মাঠে। এরপর বিভিন্ন টুর্নামেন্টে কন্যাসন্তানকে নিয়েই খেলতে গিয়েছেন এই স্পিন অলরাউন্ডার।

২০২২ নারী বিশ্বকাপেই যেমন মাউন্ট মঙ্গানুইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে বিসমাহ ও তাঁর কন্যাসন্তানের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ভারতের ক্রিকেটাররা। সেই বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে বিসমাহর জন্য ১২ মাসব্যাপী বেতনভুক্ত ছুটির পলিসি কার্যকর করে পিসিবি। এর পাশাপাশি তাঁর চুক্তি নবায়নের প্রতিশ্রুতিও দিয়েছিল পিসিবি। এই পলিসির অধীন আসা প্রথম ক্রিকেটারও ছিলেন বিসমাহ। তবে সন্তানের দেখাশোনার জন্য বিসমাহ ক্রিকেট ছাড়লেন কি না—সেটি তাঁর বিবৃতিতে পরিষ্কার করে বলেননি।

পাকিস্তান নারী দলের হয়ে টি–টোয়েন্টি ও ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন বিসমাহ মারুফ
ইনস্টাগ্রাম

সমর্থক ও সতীর্থদের প্রতি বিবৃতিতে বিসমাহ বলেছেন, ‘ক্যারিয়ারজুড়ে যেকোনো জায়গায়, যেকোনোভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার ভক্তদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আর সবার শেষে আমি ধন্যবাদ জানাই সতীর্থদের। তারা আমার কাছে পরিবারের মতো। মাঠ ও মাঠের বাইরে যে সম্পর্ক আমরা তৈরি করেছি, সেটা সব সময়ই মনে থাকবে।’

বিসমাহ মেয়েদের ক্রিকেটে বড় তারকাদের একজন। পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর রানই সর্বোচ্চ—ওয়ানডেতে ১৩৬ ম্যাচে করেছেন ৩৩৬৯ রান। টি-টোয়েন্টিতে ২৮৯৩ রান করেছেন ১৪০ ম্যাচ খেলে। ওয়ানডেতে পেয়েছেন ২১ ফিফটি, টি-টোয়েন্টিতে ১২টি। পাকিস্তানের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তাঁর বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শুধু সানা মির (৬৫ ম্যাচ)। বিসমাহ ৬২ টি-টোয়েন্টি ও ৩৪টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন।

আরও পড়ুন