তামিমকে দেখতে গেলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তারকা ক্রিকেটার তামিম ইকবালকে। হার্ট অ্যাটাকের পর গতকাল সকাল থেকে ওই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।
সন্ধ্যায় ঢাকায় আসার পর রাতে তাঁকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তামিমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। এতক্ষণ পালস না থাকার পরও সে রকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন...উনার মানসিক যে শক্তি দেখলাম। উনার পরিবারের সঙ্গেও কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন। ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি, খুব দ্রুত কেবিনেও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেওয়া হবে কি না, জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এখনো ডাক্তারদের সঙ্গে পরিবার কথা বলছে। যদি তারা কোনো পরামর্শ দেন, তাহলে পরিবার দেখবে।’
কাল বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে হার্ট অ্যাটাক হয় তামিমের। কেপিজে হাসপাতালেই তাঁর হার্টে রিং পরানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে আরও তিন মাসের মতো সময় লাগবে তামিমের।
আসিফ মাহমুদ অবশ্য তাঁকে দ্রুতই মাঠে দেখার আশা করছেন, ‘আমরা যারা ছোটবেলা থেকে বাংলাদেশের ক্রিকেট দেখি, ক্রিকেটকে যাঁরা একটা নতুন ধাপে নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে তামিম ইকবাল অন্যতম। সে জায়গা থেকে দেশের সবার দোয়া ছিল এবং কাইন্ড অব মিরাকল, অবশ্যই আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তিনি আমাদের মাঝে আছেন। খুব দ্রুতই আমরা হয়তো পুরাতনভাবেই তাঁকে দেখতে পাব; মাঠে দেখতে পাব এই প্রত্যাশা রাখছি।’