পাকিস্তান থেকে বের করে দেওয়া আফগান শরণার্থীদের পুরস্কার উৎসর্গ জাদরানের

ম্যাচসেরার পুরস্কার হাতে ইব্রাহিম জাদরানছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক্স অ্যাকাউন্ট

ঐতিহাসিক এক জয়! শুধু বিশ্বকাপ বলেই নয়, ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়টাই তুলে নিল আফগানিস্তান। তা–ও সেটি বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে। গতকাল পাকিস্তানের বিপক্ষে আফগানদের ৮ উইকেটের এই জয়ে ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হন ওপেনার ইব্রাহিম জাদরান। ম্যাচসেরার পুরস্কারটি জাদরান উৎসর্গ করেছেন সেসব আফগান শরণার্থীদের প্রতি, যাঁদের সম্প্রতি পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইব্রাহিম জাদরান বলেন, ‘নিজের জন্য এবং দেশের জন্য খুব ভালো লাগছে। এই পুরস্কার আমি তাদের প্রতি উৎসর্গ করতে চাই, যাদের পাকিস্তান থেকে বের করে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও জানিয়েছে, ২১ অক্টোবর শুধু এক দিনেই ৩২৪৮ জন আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আর পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাগজপত্রহীন আফগান শরণার্থীদের বের করে দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫১ হাজার আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি আরও জানিয়েছে, ১ নভেম্বরের পর থেকে পাকিস্তানি পরিচয়পত্র কিংবা আফগানিস্তানের ছাড়পত্র নেওয়া কাউকে সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে ঢুকতে দেবে না সরকার। বৈধ ভিসা ও পাসপোর্টধারী ব্যক্তিরাই শুধু ঢুকতে পারবেন পাকিস্তানে। বৈধ কাগজপত্র ছাড়া প্রায় ১৭ লাখ আফগান বসবাস করছেন পাকিস্তানে। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান শাসকগোষ্ঠী পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলেছে।

পাকিস্তানের বিপক্ষে ফিফটির পর ইব্রাহিম জাদরান
ছবি: এএফপি

পাকিস্তানের ২৮২ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ১৩০ রান তুলে ফেলেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ৫৩ বলে ৬৫ রান করেন গুরবাজ। ওপেনিং জুটিতে দুজনের বোঝাপড়া নিয়ে জাদরান বলেছেন, ‘আমরা একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। রান নেওয়ার সময় দুজনের বোঝাপড়াও ভালো। আমরা সেই অনূর্ধ্ব-১৬ থেকে একসঙ্গে ক্রিকেট খেলছি।’