২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

উইলিয়ামসনের পেছনে রুট–কোহলি, সামনে স্মিথ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২১৫ রান করেন উইলিয়ামসনএএফপি

২০১৯ সালে পুনেতে বিরাট কোহলি যখন টেস্ট ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরিটি তুলে নেন, কেইন উইলিয়ামসনের নামের পাশে দ্বিশতক তখন মাত্র দুটি। সাড়ে তিন বছর পর কোহলি এখনো ৭টিতেই আটকে আছেন, কিন্তু উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি হয়ে গেছে মোট ৬টি!

ডাবল সেঞ্চুরিতে এখনো পিছিয়ে থাকলেও দ্রুততম ৮ হাজার রান আর ২৮ সেঞ্চুরিতে কোহলিকে ছাড়িয়ে গেছেন উইলিয়ামসন। ছাড়িয়ে গেছেন ‘ফ্যাব–ফোর’–এর আরেক সদস্য জো রুটকেও। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের সামনে শুধুই স্টিভ স্মিথ

আরও পড়ুন

আজ ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ বলে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন, যা পরে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন। এর আগে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট এবং শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টেও সেঞ্চুরি করেন।

সেঞ্চুরির পর ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন
এএফপি

টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে টেস্ট সেঞ্চুরির সংখ্যা ২৮–এ উন্নীত করেছেন উইলিয়ামসন। টেস্টে ২৮ সেঞ্চুরি আছে কোহলিরও। রুটের সেঞ্চুরির সংখ্যা ২৯, স্মিথের ৩০। বাকি তিনজনের তুলনায় পরে ২৮তম সেঞ্চুরি করলেও ইনিংস কম লেগেছে উইলিয়ামসনের।

আজকের ইনিংসটি ছিল উইলিয়ামসনের ১৬৪তম। ২৮তম সেঞ্চুরি করতে কোহলির লেগেছিল ১৮৩ ইনিংস। সাবেক ইংল্যান্ড অধিনায়ক রুটের লেগেছিল আরও বেশি—২২৪ ইনিংস।

আরও পড়ুন

‘ফ্যাব ফোর’–এর মধ্যে শুধু স্মিথের ইনিংস কম লেগেছে। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যক্তিগত ২৮তম সেঞ্চুরিটি করেন ১৫৩তম ইনিংসে। আজ ডাবল সেঞ্চুরির পথে টেস্টে ৮ হাজার রানের মাইলফলকও টপকে যান উইলিয়ামসন। দ্রুততম ৮ হাজার রানে উইলিয়ামসন অষ্টম।

আরও পড়ুন

তবে মানদণ্ড যদি হয় ‘ফ্যাব–ফোর’ এর, তাহলে স্মিথের পরই উইলিয়ামসন। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক ১৫১তম ইনিংসে টেস্টে ৮ হাজারের মাইলফলকের দেখা পেয়েছিলেন। উইলিয়ামসনের লাগল ১৬৪ ইনিংস।

এ দিক থেকে তিন নম্বরে আছেন কোহলি।  ভারতের সাবেক এই অধিনায়কের লেগেছিল ১৬৯ ইনিংস। আর সাবেক ইংল্যান্ড অধিনায়ক রুটের লেগেছিল ১৭৮ ইনিংস।

আরও পড়ুন