বাবর–রিজওয়ানরা জিততেই ঘুরে গেলেন শেহজাদ–হাফিজরা

অস্ট্রেলিয়াকে আজ হেসেখেলে হারিয়েছে পাকিস্তানএএফপি

পাকিস্তানের ক্রিকেটটা এমনই। ক্রিকেটাররা পারফর্ম না করলে সব দেশেই সমালোচনা হয়, তবে পাকিস্তান ক্রিকেটে যেন  সেই মাত্রাটা ছাড়িয়ে যায়। সাবেকেরাই ক্রিকেটারদের কাঠগড়ায় তোলেন। শুরু হয় নানামুখী সমালোচনা।

কিন্তু দল জিতলেই পুরো উল্টো চিত্র। ব্যর্থতার সময় সমালোচনামুখররাই প্রশংসায় মাতেন ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জেতার পর এখন পাকিস্তান দলকে নিয়ে বইছে প্রশংসার জোয়ার। ইংল্যান্ড সিরিজের সময় যে পাকিস্তান দলের পেসারদের নিয়ে চলত সমালোচনা, তাঁদেরই এখন মাথায় তুলছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

অ্যাডিলেডে আজ পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে হেসেখেলে। আগে ব্যাটিং করা পাকিস্তানকে ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ম্যাচটি জিতেছে ১৪১ বল আর ৯ উইকেট হাতে রেখে। দাপুটে এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতাও এনেছে মোহাম্মদ রিজওয়ানের দল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ দেখেই বোঝা যাচ্ছে, পাকিস্তানের বোলাররাই জয়ের ভিত তৈরি করেছে। পাকিস্তানের পেসাররাই নিয়েছেন ১০ উইকেট, হারিস রউফ ৫টি, শাহিন শাহ আফ্রিদি ৩টি ও নাসিম শাহ-মোহাম্মদ হাসনাইন ১টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ
ইনস্টাগ্রাম/মোহাম্মদ হাফিজ

পাকিস্তানের এমন জয়ের পর দেশটির সাবেক কোচ মোহাম্মদ হাফিজ এক্সে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় দাপটের সঙ্গে ওয়ানডে জেতার জন্য অভিনন্দন। সিরিজে সমতা ফিরিয়েছে, ৫ উইকেট পাওয়া হারিস রউফ দারুণ বোলিং করেছে। পাকিস্তানের জয়ে সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক রান করায় আত্মবিশ্বাস পেয়েছে। ওয়েল ডান। চলো অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজটাও জিতি।’

মোহাম্মদ হাফিজ আরও লিখেছেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলাররা অস্ট্রেলিয়ায় গর্জে উঠেছে। আক্রমণ ও ডিসিপ্লিনের সঙ্গে জায়গামতো বোলিং করছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে।’

আরও পড়ুন

পাকিস্তান দলের কট্টর সমালোচক আহমেদ শেহজাদ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সহজ জয়। সিরিজে এখন সমতা। আর মাত্র একটি ম্যাচ বাকি।’ ম্যাচ চলার তিনি এক্সে বলেছেন, ‘হারিস রউফ, কাম অন পাকিস্তান! কী দুর্দান্ত বোলিং আক্রমণ।’

এ ছাড়া পাকিস্তানের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও। তিনি এক্সে লিখেছেন, ‘ওয়াও...পাকিস্তানের দারুণ পারফরম্যান্স। সাইম আইয়ুবকে মেধাবী ক্রিকেটার মনে হচ্ছে, যে সামনে সব সংস্করণে অনেক সাফল্য পাবে।’

আরও পড়ুন