২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ওয়াসিম আকরাম রেগে গেলে যা করেন

ওয়াসিম আরাম নাকি হঠাৎ করেই রেগে যান। আর রেগে গেলে..ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের চেয়ারম্যান ওয়াসিম আকরাম। পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত পরশু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে করাচি। শ্বাসরূদ্ধকর সে ম্যাচে পেশোয়ারের ১৯৯ রান তাড়া করতে নেমে মাত্র ২ রানে হেরেছে করাচি। সে ম্যাচে ডাগআউটে বসে ওয়াসিম আকরামকে মেজাজ হারাতে দেখা যায়। ম্যাচটা যখন অল্পের জন্য করাচি হেরে গেল, তখন টিভি ক্যামেরায় ওয়াসিম আকরামের বিধ্বস্ত ও হতাশ চেহারাই ধরা পড়েছে।

করাচি কিংসের চেয়ারম্যান ওয়াসিম আকরাম
ছবি: টুইটার

সে ম্যাচে পেশোয়ার জালমির ডাগআউটে ছিলেন পাকিস্তানের আরেক বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনিও পেশোয়ারের সভাপতি ও ব্যাটিং কোচ। করাচির বিপক্ষে ২ রানে জয়ের পর ইনজামাম পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে ওয়াসিম আকরামকে নিয়ে করেছেন মজার এক মন্তব্য।

ওয়াসিম আকরামের রেগে যাওয়া নিয়ে রসিকতা ইনজামাম–উল–হকের
ফাইল ছবি

প্রশ্নটা এসেছিল সেই টেলিভিশন চ্যানেলে পিএসএলের বিশেষজ্ঞ হিসেবে কাজ করা আরও দুই সাবেক অধিনায়কের কাছ থেকে। শহীদ আফ্রিদি ও মিসবাহ-উল-হক সেই চ্যানেলের বিশেষজ্ঞ প্যানেল সদস্য। পেশোয়ার-করাচি ম্যাচের পর ইনজামামকে তাঁরা প্রশ্ন করেন ওয়াসিম আকরামের রাগ নিয়ে। ইনজামামের উত্তর, ‘তোমরা দুজনই জানো ওয়াসিম ভাইয়ের রাগ কেমন। তিনি খুব সহজেই রেগে যান। আবার দ্রুতই ঠান্ডা হয়ে যান। ওয়াসিম ভাই রেগে গেলে তাঁর মুখ দিয়ে কী ধরনের শব্দ বের হয়, সেটা তোমরা দুজনই খুবই ভালো করে জানো।’ এ সময় কোনো মন্তব্য না করে আফ্রিদি আর মিসবাহ দুজনই হেসে ওঠেন।

মিসবাহ–উল হকের সঙ্গে শহীদ আফ্রিদি দুজনই ওয়াসিম আকরামের রাগের সঙ্গে পরিচিত
ফাইল ছবি

ইনজামাম এরপরই বলেছেন আসল কথাটা, ‘চাপের মধ্যে এমন অভিব্যক্তি খুবই স্বাভাবিক। এটাই খেলার সৌন্দর্য। পিএসএলের প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স আর মুলতান সুলতানও একই ধরনের ম্যাচ খেলেছে। এমন ম্যাচ দিয়েই খেলোয়াড়েরা শিখবে, চাপের মধ্যে কীভাবে পারফর্ম করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের চাপের পরিস্থিতিতেই খেলতে হবে। নির্বাচকেরা পিএসএলের প্রতিটি পারফরম্যান্সই মূল্যায়ন করবেন, কারণ, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আর পিএসএল ম্যাচের চাপ একই রকম।’

এ মৌসুমে পিএসএলের প্রথম দুটি ম্যাচই দুর্দান্ত ছিল। প্রথম ম্যাচে লাহোর মুলতানকে হারিয়েছে মাত্র এক রানে। পরের ম্যাচেই করাচি-পেশোয়ার উপহার দিয়েছে রোমাঞ্চকর এক লড়াই।