ছবিতে এশিয়াজয়ী যুবাদের দেশে ফেরা
টানা দ্বিতীয়বার এশিয়া জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুবাইয়ে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের যুবারা দেশে ফিরেছেন গত রাতে। আজিজুল হাকিমদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী ও কয়েকজন পরিচালক।