মিরাজ বললেন, ‘আমাদের এখনো সুযোগ আছে’

মেহেদী হাসান মিরাজপ্রথম আলো

সিরিজ শেষ হতে বাকি আর দুই ম্যাচ। পরশু প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়তে হয়েছে ১–০ ব্যবধানে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে বাংলাদেশের ফেরার সম্ভাবনা কতটুকু? মেহেদী হাসান মিরাজের ভাষায়, ‘আমাদের সুযোগ আছে।’

প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। ২৩৫ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১২০ থেকে ১৪৩ রানে অলআউট হয় নাজমুল হোসেনের দল। আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ নিয়ে শারজায় সাংবাদিকদের মিরাজ বলেছেন, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’

আরও পড়ুন

শারজায় ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ এই সংস্করণে সর্বশেষ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। ১৮ মার্চ শেষ ওয়ানডে সিরিজে সিরিজে ২–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।
প্রথম ওয়ানডেতে হার নিয়ে মিরাজ

সাত–আট মাস পর ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারটি সামনে টেনে এনে মিরাজ বলেছেন, ‘অনেক দিন পর আমরা ওডিআই খেলেছি। সাত–আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেক দিন পর আমরা ওডিআইতে খেলছি, প্রস্তুতিটা সেভাবে নিয়েছি। আশা করি, যেহেতু অনেক দিন পর খেলেছি, এই মাঠের ব্যাপারে একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে, সেটা অনুশীলন করছি।’

শারজায় প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ
এসিবি

প্রথম ম্যাচের হার নিয়েও কথা বলেছেন মিরাজ। উইকেটের আচরণের ব্যাপারটি সামনে টেনে বলেছেন, ‘আমি আর শান্ত (নাজমুল) যখন ব্যাট করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বল যখন একটু নরম হয়েছে, পুরোনো হয়েছে, তখন হঠাৎ করেই বাঁকটা বেশি নেওয়া শুরু হয়। আমি আর শান্ত মাঝে ভুগেছি। হ্যাঁ, দুজন যেভাবে সেট ছিলাম, একজনের ফিনিশ করা উচিত ছিল। কারণ, আমি শান্তকে বারবার বলছিলাম, আমাদের দুজনের যেহেতু সমস্যা হচ্ছে খেলতে, তাই পরের ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হবে। হঠাৎ করেই উইকেট এমন টার্নিং (বাঁক) হচ্ছিল, স্লো টার্নিং হচ্ছিল, সোজা আসছিল। আগে থেকে ধারণা করা যায়নি কোন বল সোজা আসবে, কোন বল বাঁক নেবে।’

আরও পড়ুন

তবে মিরাজ ভুলও স্বীকার করেছেন, ‘ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।’

প্রথম ওয়ানডেতে নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট নন মিরাজ, ‘পেস বোলাররা খুব ভালো বোলিং করেছে। দারুণ শুরু করেছে। তবে আমার কাছে যতটা প্রত্যাশা ছিল, ততটা পূরণ করতে পারিনি। যেমন ধরুন, মাঝের ওভারগুলোয় আমি ও রিশাদ যদি ২টি উইকেট বের করতে পারতাম, তাহলে আমাদের জন্য সহজ হতো। হয়তো রান কম দিয়েছি, কিন্তু আমার কাছে দল উইকেট প্রত্যাশা করে। কারণ, দলে আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ।’

আঙুলে চোট পাওয়ায় সিরিজ শেষ হয়ে গেছে মুশফিকের
প্রথম আলো

আঙুলে চোট পাওয়ায় এই সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তাঁর অভাববোধের কথা জানিয়েছেন মিরাজ, ‘মুশফিক ভাইয়ের চোট আমাদের জন্য দুঃখজনক। মুশফিক ভাই দলে কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। কারণ, তিনি যেভাবে ক্রিকেট খেলেন এবং দেশকে সার্ভিস দিয়ে গেছেন, সেটা অসাধারণ।’

শারজায় দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

আরও পড়ুন