শেষ বেলার লড়াইয়ে ক্লান্তিকর দিনে বাংলাদেশের স্বস্তি

ব্যাটিং করছেন জাকির হাসান, রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনএএফপি

প্রথম দিন ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরও রাওয়ালপিন্ডিতে ৬ উইকেটে ৪৪৮ রানের স্কোর গড়ে ইনিংস ঘোষণা করতে পেরেছে পাকিস্তান। তাতে মূল অবদান মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরি, পঞ্চম উইকেটে দুজনের ২৪০ রানের জুটি। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ১২ ওভার বিনা উইকেটে পার করেছে বাংলাদেশ।

সময়টা সহজ ছিল না মোটেও। ১১৩ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিং করতে এসে সে কঠিন কাজটি ভালোভাবেই শেষ করেছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। ১২ ওভারে ২৭ রান তুলেছেন দুজন অবিচ্ছিন্ন থেকে। ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল।

এর আগে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। রিজওয়ান ও শাকিলের জুটি অবিচ্ছিন্ন থাকে প্রথম সেশনে, যাতে ওঠে ৯৮ রান। শাকিল ফিফটি পেয়েছিলেন গতকালই, রিজওয়ান আজ এগোতে থাকেন দ্রুত।

দুজনই নিজেদের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন দ্বিতীয় সেশনের শুরুর দিকে। মিরাজকে ড্রাইভ করে ডাবলস নিয়ে মাইলফলকে যান শাকিল। আর সাকিবকে মিডউইকেট দিয়ে চার মেরে তিন অঙ্কে যান রিজওয়ান, তাঁর লাগে ১৪৩ বল।

রিজওয়ান (বাঁয়ে) ও শাকিল দুজনই সেঞ্চুরি পান
এএফপি

রিজওয়ান-শাকিলের জুটিতে সে অর্থে সুযোগ পায়নি বাংলাদেশ। উইকেটের পেছনে লিটন দাসের কাছে কঠিন একাধিক সুযোগ গেছে বটে, তবে সেগুলোতে তাঁকে সেভাবে দায় দেওয়া যায় না। রিজওয়ান–শাকিল পাকিস্তানকে এগিয়ে নিচ্ছিলেন দারুণভাবে।

অবশেষে বাংলাদেশ ব্রেকথ্রু পায় চা-বিরতির মিনিট ১৫ আগে। মিরাজের ঝুলিয়ে দেওয়া বলে সামনে বাড়িয়ে খেলতে গিয়ে মিস করে স্টাম্পিং হন শাকিল। উইকেটের পেছনে দ্রুতগতির লিটন যতক্ষণে স্টাম্প ভাঙেন, শাকিলের পা ছিল লাইনের ওপরই। টেলিভিশন আম্পায়ার বেশ সময় নিয়েই আউট দেন, শাকিল থামেন ২৬১ বলে ১৪১ রান করে।

শাকিল ফিরলেও রিজওয়ান এগোচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথেই। আগা সালমানের সঙ্গে ৪৪ রানের পর শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে যোগ করেন আরও ৫০ রান। সালমানকে ফিরিয়ে ইনিংসে নিজের একমাত্র উইকেটটি পান সাকিব, ব্যক্তিগত ২৫তম ওভারে গিয়ে। ঝুলিয়ে দেওয়া বলে সামনে গিয়ে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলেন ১৯ রান করা সালমান।

আরও পড়ুন

আফ্রিদি ছিলেন আক্রমণাত্মক, ১ চার ও ২ ছক্কায় ২৯ রান তোলেন এ বাঁহাতি। তাঁর সঙ্গে রিজওয়ানের জুটি আর ভাঙতে পারেনি বাংলাদেশ। দিনের খেলার ঘণ্টাখানেক বাকি থাকতেই কিছুটা আচমকা আসে শান মাসুদের ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। ক্যারিয়ার-সর্বোচ্চ ১৭১ রানের অপরাজিত ইনিংসে রিজওয়ান মারেন ১১টি চারের সঙ্গে ৩টি ছক্কা।

মাসুদের ইনিংস ঘোষণার পেছনে নিশ্চিতভাবেই বাংলাদেশের দ্রুত ২-১টি উইকেট নেওয়ার আশার ব্যাপার ছিল। তবে সাদমান ও জাকির সেটি হতে দেননি। আফ্রিদি, নাসিম শাহর পর খুররম শেহজাদকেও আনেন মাসুদ, কিন্তু সফল হতে পারেননি কেউ। গতকাল প্রথম দিন দুই দলই প্রায় সমান ছিল, আজ বাংলাদেশ বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও দুই ওপেনারের অসমাপ্ত লড়াই নিশ্চিতভাবেই তাঁদের প্রেরণা জোগানোর কথা।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১, আইয়ুব ৫৬, আফ্রিদি ২৯*; হাসান ২/৭০, শরীফুল ২/৭, মিরাজ ১/৮০, সাকিব ১/১০০)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২ ওভারে ২৭/০ (সাদমান ১২*, জাকির ১১)
বাংলাদেশ ১ম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে