২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অ্যান্ডি ফ্লাওয়ার কেন পাকিস্তানের কোচ হচ্ছেন না

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারছবি: টুইটার

জাতীয় ক্রিকেট দলের জন্য একজন ভালো বিদেশি কোচ খুঁজে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরোনো কোচ মিকি আর্থারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন, খণ্ডকালীন দায়িত্ব হলে রাজি আছেন, অন্যথায় নয়।

বিশ্বকাপের বছর দ্রুতই একজন বিদেশি কোচ নিয়োগ দিতে চায় পিসিবি, কিন্তু কেন যেন কারও সঙ্গেই ব্যাটে–বলে মিলছে না। সর্বশেষ জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার পিসিবিকে জানিয়ে দিয়েছেন, তাঁকে যেন কোচের সম্ভাব্য তালিকায় বিবেচনা করা না হয়।

কেন তিনি পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে চাচ্ছেন না? ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত। এটা আমি উপভোগ করছি। পিসিবি এটা জানে।’

আরও পড়ুন

ফ্লাওয়ার বর্তমানে পিএসএলের দল মুলতান সুলতানসের কোচের দায়িত্বে আছেন। পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে ধারণা আছে বলে তাঁকে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিল পিসিবি। কিন্তু সেটিও আপাতত হচ্ছে না।

পাকিস্তান ক্রিকেটে তিন সংস্করণে ভিন্ন অধিনায়কের কথা উঠেছে। এ নিয়ে অ্যান্ডি ফ্লাওয়ারের মতামত অবশ্য কিছুটা ভিন্ন, ‘ইদানীং তিন সংস্করণের জন্য আলাদা অধিনায়ক ও কোচিং স্টাফের ব্যবহার শুরু হয়েছে। তবে আমি মনে করি, যদি কোনো দলের এমন খেলোয়াড় থাকে, যে তিন সংস্করণেই সেরা, তাহলে একজন অধিনায়ক রাখাই ভালো।’