মোস্তাফিজ, পাতিরানাবিহীন চেন্নাইকে জেতালেন জাদেজা
বিসিবির দেওয়া ছুটি শেষে মোস্তাফিজুর রহমান ফিরে এসেছেন বাংলাদেশে, চোটের কারণে শ্রীলঙ্কায় ফিরে গেছেন মাতিশা পাতিরানাও। ডেথ বোলিংয়ের মূল দুই ভরসা ছাড়াই আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। তবে মোস্তাফিজ, পাতিরানারা না থাকলেও জিততে সমস্যা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের।
ধর্মশালায় চেন্নাই ৯ উইকেটে ১৬৭ রানের পুঁজি নিয়ে পাঞ্জাবকে আটকে দিয়েছে ৯ উইকেটে ১৩৯ রানে। ২৮ রানের জয়ে প্লে–অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে চেন্নাইয়ের। ১১ ম্যাচে ১২ পয়েন্ট তুলে চেন্নাই এখন তিন নম্বরে। সমান ১২ পয়েন্ট আছে চার ও পাঁচে থাকা লক্ষ্ণৌ এবং হায়দরাবাদেরও। পাঞ্জাব ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে।
রান তাড়ায় নামা পাঞ্জাব প্রথম দুই ওভারের মধ্যেই হারিয়ে ফেলে জনি বেয়ারস্টো ও রাইলি রুশোকে। চারদিন আগে চেন্নাইয়ের মাঠে ১৬২ রান তাড়ায় এ দুজনই ৩৭ বলে ৬৪ রানের জুটি গড়ে ম্যাচ বের করে নিয়েছিলেন।
তুষার দেশপান্ডে বেয়ারস্টো–রুশোকে তুলে নেওয়ার পর পাঞ্জাবের আর কেউ দলের হাল ধরতে পারেননি। মিচেল স্যান্টনার ও রবীন্দ্র জাদেজার আঁটসাঁট বোলিংয়ে চেন্নাই ম্যাচে নিয়ন্ত্রণ বাড়ায়।
জাদেজা ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩ উইকেট, স্যান্টনার মাত্র ১ উইকেট নিলেও ৩ ওভারে দেন মাত্র ১০ রান।
এর আগে ব্যাট হাতেও জাদেজাই চেন্নাইয়ের মূল ত্রাণকর্তা হয়ে ওঠেন। ২৬ বলে ৩ চার ও ২ ছয়ে খেলেন সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৩২ ও ড্যারিল মিচেল ৩০ রান করেন।
পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নেন রাহুল চাহার ও হারশাল প্যাটেল।