আউট হয়ে হকআই প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ
সর্বশেষ ৯ ইনিংসে একবারও ৩০ এর ঘর ছুঁতে পারেননি। কেপটাউন টেস্টের দ্বিতীয় টেস্টে সেই শান মাসুদ খেললেন ১৪৫ রানের ইনিংস। সেটাও এমন এক সময়ে, যখন ফলোঅনে পড়ে ধুঁকছে দল।
৪২১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে কত রানের লক্ষ্য দেবে, সেটা পুরোপুরিই তাঁর ওপর নির্ভর করছে। তবে এই ইনিংসের সমাপ্তি ঘটেছে প্রযুক্তির ভুলে, সেটাই দাবি করছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।
ঘটনাটি ঘটে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮৪তম ওভারে। অভিষিক্ত কোয়েনা মাফাকার লেংথ ডেলিভারি শান মাসুদের পায়ে লাগলে আবেদন করে দক্ষিণ আফ্রিকা। মাঠের আম্পায়ার নিতিন মেনন সেই আবেদনে সাড়া দেননি। তাতে রিভিউ নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। সফলও হন। হকআইতে দেখা যায় বল লেগেছে অফ স্টাম্পে।
শান মাসুদ মনে করেন, বল ট্র্যাকিং ভুল দেখিয়েছে হক আই। পাকিস্তান অধিনায়কের দাবি, ‘এটা আউট সুইং ডেলিভারি ছিল। যে বলটিতে আমি পরাস্ত হয়েছে সেটি যদি দেখেন, অনেকখানি বাইরে চলে গেছে। বল ব্যাটের বাইরের পাশ দিয়ে গেছে, কিন্তু এটাকে দেখানো হয়েছে ইনসুইংগার হিসেবে। সত্যি বলতে আমি অবাক হয়েছি।’
১০২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা শান মাসুদ এই ডেলিভারিটির আগে স্বচ্ছন্দে খেলছিলেন। মাফাকার বলটি কিছু নিচু হয়ে মাসুদের অফ স্টাম্পে লেগেছিল। মাসুদের কথামতে, এটি আউটসুইং ডেলিভারি হলে বল বাইরে চলে যাওয়ার কথা ছিল। তবে হকআইয়ে দেখা গেছে বল তার গতিপথ পরিবর্তন করেনি।
সোজা লেগেছে অফ স্টাম্পেই। শান মাসুদ এই প্রসঙ্গে বলেছিলেন এভাবে, ‘খালি চোখে দেখলেও মনে হবে, এটা লাইনেরও বাইরে ছিল। আমার মনে হয়ে, ভিন্ন একটা ছবি দেখা হয়েছে। যেখানে বল আঘাত করবে বলে হক আই দেখিয়েছে সেটা আমি বুঝতে পারিনি। বল আমার পায়ের ভেতরের দিকের চেয়ে বাইরের দিকে লেগেছিল বেশি। কিন্তু হকআইতে দেখিয়েছে ভেতরের দিকে। এটা ইনসুইংয়ার ছিল না। আমি আউট সুইয়ে পরাস্ত হয়েছি, আম্পায়ারও সেটাই মনে করেছিল। আপাতত এটাই বলতে পারি।’
মাঠেই নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন শান মাসুদ। এমনকি প্যাভিলিয়নকে গিয়েও সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তুষ্টি দেখিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তিনি বারবার প্রযুক্তির ভুলের কথাই বলছেন, ‘এটা ন্যায্য নাকি অন্যায্য সিদ্ধান্ত সেটা প্রশাসকদের সিদ্ধান্ত। আমি নিশ্চিতভাবেই মনে করি প্রযুক্তি বলের সঠিক পথটা দেখায়নি।’
শেষ পর্যন্ত ফলো অনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে করতে পারে ৪৭৮ রান। তাতে ম্যাচ জিততে ৫৮ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। রানটা ৭.১ ওভারেই ছুঁয়ে কোনো উইকেট না হারিয়ে চার দিনের মধ্যেই জিতে গেছে প্রোটিয়ারা।