অহংবোধ বেশি থাকা কোহলির বিপক্ষেই রোমাঞ্চকর কিছু করতে চান রবিনসন
৬ ইনিংস, উইকেট ৩টি, রান খরচ করেছেন মাত্র ৫৯। টেস্টে বিরাট কোহলির বিপক্ষে ইংলিশ পেসার ওলি রবিনসনের পরিসংখ্যান এটি। সংখ্যা বলছে, এখন পর্যন্ত টেস্টে কোহলি-রবিনসন লড়াইয়ে এগিয়ে রবিনসনই।
তবে রবিনসনের বিপক্ষে ৬ ইনিংসই কোহলি খেলেছেন ইংল্যান্ডে। এবার রবিনসনকে খেলতে হবে ভারতে, কোহলির রাজ্যে। কেমন করবেন এই ইংলিশ পেসার? সেটা হয়তো সময়ই বলবে, তবে লড়াইটা যে রোমাঞ্চকর হবে, সেটা সিরিজ শুরুর আগেই জানিয়ে রেখেছেন রবিনসন।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিনসন বলেছেন, ‘আপনি সব সময় সেরা খেলোয়াড়দের বিপক্ষেই খেলতে চাইবেন, তাই না? আর সেরা খেলোয়াড়কেই আউট করতে চাইবে সবাই। কোহলি তেমনই একজন। তাঁর অহংবোধ অনেক বেশি। এ কারণে বিশেষ করে ভারতে, সে রান করতে চায়, প্রভাব ফেলতে চায়। আমাদের যেহেতু আগে লড়াই হয়েছে, সামনের লড়াইও রোমাঞ্চকর হতে চলেছে।’
২০২১ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ৪ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছিলেন রবিনসন। যার মধ্যে ১৫ জনই ছিলেন প্রথাগত ব্যাটসম্যান। ভারতে এটা রবিনসনের প্রথম সফর নয়। ২০২১ সালে ভারত সফরের ইংল্যান্ড স্কোয়াডে রিজার্ভ সদস্য ছিলেন তিনি। কোভিডের কারণে কোনো খেলোয়াড় ছিটকে যেতে পারে—এই শঙ্কা থেকেই তাকে নেওয়া হয়েছিল। সেই সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। আর পুরো সফরটাই রবিনসনের কেটেছে দুঃস্বপ্নের মতো।
হোটেলে আবদ্ধ থেকেছেন, মাঝেমধ্যে দলের জন্য পানি টেনেছেন। এই অভিজ্ঞতার কারণেই আগামী ভারত সফরের জন্য উন্মুখ রবিনসন, ‘এই কারণেই ভারত সফরের জন্য আমি অপেক্ষা করছি। সর্বশেষ সিরিজে পূর্ণ ধারণক্ষমতার দর্শক ছিল না, তাই এই এবারের অভিজ্ঞতা অবিশ্বাস্য হতে যাচ্ছে।’
ইংল্যান্ডের হয়ে ২০২১ সালের জুনে অভিষেকের পর ১৯ টেস্টে ৭৬ উইকেট নিয়েছেন রবিনসন। আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৭ মার্চ, ধর্মশালায়।