পাকিস্তান–নিউজিল্যান্ড সেমিফাইনালে জিতবে কোন দল

বাবর আজম ও ড্যারিল মিচেলছবি: এএফপি

সিডনিতে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা দুইটায় এই ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে উঠে আসছে ১৯৯২ বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতি। সেবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের ৭ উইকেটে ২৬২ রান তাড়া করে ১ ওভার হাতে রেখে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। ৩৭ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ইনজামাম-উল-হক।

আজ পাকিস্তানের হয়ে কেউ কি ইনজামামের মতো হয়ে উঠতে পারবেন?
নাকি নিউজিল্যান্ড নতুন কিছু করে দেখাবে? কেইন উইলিয়ামসনের দল সেমিফাইনালে উঠে আসার পথে পাকিস্তানের চেয়ে বেশি ধারাবাহিক ছিল।

অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে। সুপার টুয়েলভে নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। নকআউট পর্বে উঠে আসার আগে মাত্র একটি ম্যাচ হেরেছে পাকিস্তান। এই দুই দলের মধ্যে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানও কিউইদের গ্লেন ফিলিপসের।

নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি পার্থক্য গড়ে দিতে পারেন
ছবি: এএফপি

পাকিস্তান সে তুলনায় বাজে পরিস্থিতির মধ্যে ছিল। টুর্নামেন্ট থেকে বাদই পড়ে যেত বাবর আজমের দল। সুপার টুয়েলভে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারানোয় আশা টিকে ছিল পাকিস্তানের। পরে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। ১৯৯২ বিশ্বকাপে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিফাইনালে উঠেই পরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

প্রিয় পাঠক, আজকের লড়াইয়ে জিতবে কোন দল? ভোটে আপনার মত দিন।