অবশেষে বার্বাডোজ ছাড়তে পারছে বিশ্বকাপজয়ী ভারত দল

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বার্বাডোজে আটকা ছিল ভারত ক্রিকেট দলএএফপি

ঘূর্ণিঝড়ে বার্বাডোজে আটকে থাকা ভারত ক্রিকেট দল অবশেষে দেশের উদ্দেশে রওনা দিতে পারছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যায় একটি চার্টার ফ্লাইটে বার্বাডোজ ছাড়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দলের।

গত শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল জেতার পর রোববার এমনিতেও বার্বাডোজ থাকার কথা ছিল ভারতের। কারণ, ওই দিন ছিল ফাইনালের আনুষ্ঠানিক রিজার্ভ ডে। তবে এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘বেরিল’ ধেয়ে আসায় ভ্রমণসংক্রান্ত পরিকল্পনা বদলাতে হয় দলটির।

প্রাথমিকভাবে বাণিজ্যিক ফ্লাইটে বার্বাডোজ থেকে নিউইয়র্ক, এরপর দুবাই হয়ে ভারতে ফেরার কথা ছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। তবে এখন চার্টার ফ্লাইটে সরাসরি দেশে ফিরবেন তাঁরা। বিশ্বকাপজয়ী দল, তাঁদের পরিবার, কোচিং স্টাফ, বিসিসিআইয়ের কর্মকর্তাসহ প্রায় ৭০ জনের বহর আটকে পড়েছিল ‘ক্যাটাগরি ফোর’ বা চতুর্থ শ্রেণির ‘অত্যন্ত বিপজ্জনক’ ওই ঘূর্ণিঝড়ে। বার্বাডোজের বিমানবন্দরও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

ঘূর্ণিঝড় বেরিল বয়ে যাওয়ার পর ব্রিজটাউনের চিত্র
এএফপি

বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি বলেন, শিগগির বিমানবন্দরটি খুলে দেওয়ার আশা প্রকাশ করছেন তাঁরা। পিটিআইকে তিনি বলেন, ‘আগবাড়িয়ে কিছু বলতে চাই না। কিন্তু আমি বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তারা তাদের শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষা করছে। জরুরি ভিত্তিতে আমরা স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা শুরু করে দিতে চাই।’

মটলি বলেন, ‘গতকাল রাতে বা আজ বা আগামীকাল বেশ কয়েকজনের (বার্বাডোজ) ছাড়ার কথা ছিল। আমরা তাদের সেই সুযোগ করে দেওয়ার চেষ্টা করে দিতে চাই। ফলে অনুমান করছি, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে বিমানবন্দর খুলে যাবে।’

আরও পড়ুন

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভারত দলের ব্রিজটাউন ছাড়ার কথা আছে। আগামীকাল ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা তাদের। এরপর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিতে পারেন। যদিও সেটি এখনো চূড়ান্ত হয়নি।

অবশ্য ব্রিজটাউন ছাড়ার ক্ষেত্রে ভারত দলের হাতে খুব বেশি সময় নেই। কারণ, প্রধানমন্ত্রী মটলি জানিয়েছেন, বুধবার আরেকটি ঘূর্ণিঝড় দ্বীপদেশটির দিকে ধেয়ে আসছে। প্রায় তিন লাখ জনসংখ্যার দেশটিতে রোববার সন্ধ্যা থেকেই লকডাউন চলছে।

আরও পড়ুন

মটলি বলেন, ‘বার্বাডিয়ান এবং অবশ্যই যাঁরা ক্রিকেট বিশ্বকাপে এসেছেন—বার্বাডোজে সবাই যাতে নিরাপদ থাকে, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা খুবই সৌভাগ্যবান যে ঝড়টি আমাদের দ্বীপে আসেনি। ঘূর্ণিঝড়টি আমাদের থেকে ৮০ মাইল দক্ষিণে ছিল, যাতে ক্ষয়ক্ষতি সীমিত আকারের হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন, অনেক অবকাঠামো ও সামুদ্রিক সম্পদ অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি আরও খারাপ হতে পারত। এখন পুনর্গঠনের সময়।’

ভারত বিশ্বকাপের মূল ও রিজার্ভ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে রিংকু সিং, যশস্বী জয়সোয়াল, শিবম দুবে, খলিল আহমেদ ও সঞ্জু স্যামসনের পাঁচ ম্যাচ সিরিজের জন্য জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল। তবে স্যামসন, দুবে ও জয়সোয়াল দলের সঙ্গে দিল্লি ফিরে এরপর জিম্বাবুয়ে যাবেন। ৬ জুলাই শুরু হবে সিরিজটি।