হেডকে ভারতে রেখে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী সতীর্থরা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সদস্যদের মধ্যে ট্রাভিস হেড সবার শেষে ভারত ছাড়বেনছবি : আইসিসি

সিরিজটি হওয়ার কথা ছিল অনেক আগে। কিন্তু মহামারি করোনার কারণে সেটা পিছিয়ে আয়োজন করা হচ্ছে এখন। আইসিসির বাধ্যবাধকতা থাকায় না খেলেও উপায় নেই। তাই বিশ্বকাপ শেষ হওয়ার চার দিনের মধ্যে আবারও মাঠে নেমে পড়তে হয়েছে দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়াকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য বিশ্বকাপ দলে থাকা মাত্র তিনজনকে এই টি-টোয়েন্টি সিরিজে রেখেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিশ্বকাপজয়ী দলের আটজনকে রেখেছিল। তাঁদের মধ্যে ডেভিড ওয়ার্নার সিরিজ শুরুর আগেই সরে দাঁড়ান। বাকি সাতজন ভারতে রয়ে গেলেও এবার তাঁদের মধ্যে ছয়জনই সিরিজের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে সিএ।

অ্যাডাম জাম্পা ও স্টিভেন স্মিথ এরই মধ্যে দেশে ফিরে গেছেন। আজ তৃতীয় টি-টোয়েন্টি শেষে ফিরে যাবেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট ও জশ ইংলিস। এর অর্থ হলো সিরিজ খেলতে ভারতে রয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের শুধু একজন—ফাইনালের নায়ক ট্রাভিস হেড

জাম্পা ও স্মিথ দ্বিতীয় টি–টোয়েন্টির পর দেশে ফিরে গেছেন
ছবি : আইসিসি

বিশ্বজয়ী ওই ছয়জনের বদলে নতুন চারজন দলে ঢুকেছেন—ব্যাটসম্যান জশ ফিলিপে, টপ অর্ডার ব্যাটসম্যান বেন ম্যাকডারমট, স্পিন বোলিং অলরাউন্ডার ক্রিস গ্রিন ও পেস বোলিং অলরাউন্ডার বেন ডরশুইস। এই চারজনের মধ্যে ক্রিস গ্রিনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তবে গ্রিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে একটি ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতেছে ভারত। বিশাখাপট্টনমে প্রথম ম্যাচে ২০৯ রান তাড়া করে জিতেছে ভারত। তিরুবনন্তপুরমে দ্বিতীয় ম্যাচে আরও দাপট দেখিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। নিজেরা ২০ ওভারে ২৩৫ রান তুলে অস্ট্রেলিয়াকে থামিয়েছে ১৯১ রানে। গুয়াহাটিতে আজ জিতলেই দুই ম্যাচ বাকি রেখে সিরিজ নিজেদের করে নেবে ভারত।

ম্যাক্সওয়েল, স্টয়নিস, অ্যাবট ও ইংলিসদের সবাই বিগ ব্যাশ লিগের জন্য প্রস্তুতি নেবেন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে স্মিথও সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে অন্তত একটি ম্যাচ খেলবেন।

স্ত্রী–সন্তানের সঙ্গে এখনো ভারতে আছেন ট্রাভিস হেড
ছবি : ইনস্টাগ্রাম

বিশ্বকাপ জয়ের পর উন্মত্ত উদ্‌যাপনে মেতে ওঠা হেড প্রথম দুই টি-টোয়েন্টিতে বিশ্রামে ছিলেন। তবে আজ দলে ফেরার কথা তাঁর।