২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রোহিতের রেকর্ড শতক, জানাতের ১ ওভারেই রেকর্ড ৩৬

১২১ রানের অপরাজিত ইনিংসের পথে রোহিত শর্মাবিসিসিআই

এক বছরেরও বেশি সময় পর এ সংস্করণে ফিরে আগের দুই ম্যাচ মিলিয়ে কোনো রানই করতে পারেননি রোহিত শর্মা। আজও প্রথম রানটি করতে ভারত অধিনায়কের লেগেছে ৭ বল। সেখান থেকেই রেকর্ড গড়া শতক পেলেন ভারত অধিনায়ক।

বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রোহিত খেলেছেন ৬৯ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর এটি পঞ্চম সেঞ্চুরি। আর কোনো ব্যাটসম্যানের এতগুলো সেঞ্চুরি নেই।

রোহিত ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। ৪টি শতক আছে ভারতের সূর্যকুমার যাদবেরও। ৩টি করে আছে বাবর আজম, সাবাউন দাভিজি ও কলিন মানরোর।

প্রথম আলো গ্রাফিকস

আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত, ৪.৩ ওভারে ২২ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। টি-টোয়েন্টিতে এর আগে মাত্র একবার এত কম রানে ৪ উইকেট হারিয়েছিল তারা। সেখান থেকে রিংকু সিংকে (৩৯ বলে ৬৯) নিয়ে ভারতকে টেনে তোলেন রোহিত, পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ৯৫ বলে ১৯০ রানের জুটি। ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২১২ রান।

পঞ্চম উইকেটে রোহিত ও রিংকুর ১৯০ রানের জুটিই এখন সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল নেপালের দীপেন্দ্র সিং ঐরী ও কুশল মাল্লার ১৪৫ রান।

শুরুতে রোহিত স্বচ্ছন্দ ছিলেন না, দ্রুত উইকেট পড়ে যাওয়ার চাপও ছিল। প্রথম ৩৪ বলে তাঁর রান ছিল মাত্র ২৮। ১২তম ওভারে শরাফউদ্দিনকে পরপর ২ বলে ছক্কা মেরে খোলস ছেড়ে বেরোনোর ইঙ্গিত দেন তিনি, অর্ধশতক পূর্ণ করেন ৪১ বলে। তবে পরের অর্ধশতক করতে তাঁর লাগে মাত্র ২৩ বল। মানে ৬৪ বলেই তিন অঙ্কে যান তিনি।

আরও পড়ুন

রোহিতের সঙ্গে রিংকুর ঝড়ে ভারত শেষ ৫ ওভারে তোলে ১০৩ রান। এর মধ্যে করিম জানাতের শেষ ওভারেই আসে ৩৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তৃতীয়বার এক ওভারে এল ৩৬ রান।

এক ওভারে সর্বোচ্চ রান