বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর উল্টো পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে দলে তেমন কোনো পরিবর্তন আনেনি পাকিস্তানপিসিবি

পাকিস্তান ক্রিকেটে যেন উল্টো পথে হাঁটল!

‘পরিবর্তনপ্রিয়’ পাকিস্তান খেলোয়াড় অদলবদলে বিশ্বাসী বলেই ধরা হয়। সেই পাকিস্তান বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পরও দলে তেমন কোনো পরিবর্তনই আনল না।

নানা গুঞ্জন থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে অধিনায়ক হিসেবে টিকে গেছেন শান মাসুদ। ১৫ সদস্যের দলে ঢুকেছেন স্পিনার নোমান আলী ও পেসার আমের জামাল।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আলী ও কামরান গুলাম। চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই পেসার খুররম শেহজাদও। তাঁর বদলে দলে ঢুকেছেন আমের জামাল। খুররম বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছিলেন ৭টি।

বাদ পড়া মোহাম্মদ আলী ও কামরান গুলামও পিসিবির পরিকল্পনায় আছেন বলেই নিশ্চিত করেছেন নির্বাচকেরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে ১৫ সদস্য রাখাই যথেষ্ট মনে করেছেন তাঁরা। এই দুই ক্রিকেটারকে চ্যাম্পিয়নস কাপ ও প্রেসিডেন্ট কাপে খেলার পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়া দলে কোনো কাটাছেঁড়াই করেনি পাকিস্তান। শুধু বাড়তি স্পিনার হিসেবে ১৫ টেস্টে ৪৭ উইকেট নেওয়া নোমানকে দলে নেওয়া হয়েছে। বাঁহাতি স্পিনার নোমান সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে।

ঘরের মাঠে পাকিস্তান টানা ১০ টেস্ট জয়হীন। ইংল্যান্ডের কাছেই ২০২২ সালে ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। ঘরের মাঠে এমন অভিজ্ঞতা এর আাগে কখনো হয়নি দলটি। টানা ব্যর্থতায় অধিনায়ক হিসেবে বাবর আজমকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

তবে টেস্ট অধিনায়ক শান মাসুদের শুরুটা হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০তে সিরিজ হেরে। সিরিজটি অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ায় এ নিয়ে সমালোচনা কমই হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ের পর দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

দলে ফিরেছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী
এএফপি

পাকিস্তানের টেস্ট অধিনায়কের টেস্ট ক্যারিয়ারও খুব একটা ভালো নয়। টেস্টে গড়টা এখনো ৩০-এর নিচে—২৮.৫৩। তাঁর অধিনায়কত্ব পাওয়া নিয়েও হয়েছে বিতর্ক। কারণ, দলে তাঁর জায়গা নিয়েও কিছুটা প্রশ্ন ছিল। টানা ৫ টেস্টে হারার পর অধিনায়কত্ব চলে যাওয়ার গুঞ্জন শোনা যায়। তবে আরেকটা সুযোগ ঠিকই পেলেন শান মাসুদ।

টেস্ট দলের কোচ জেসন গিলেস্পির পরামর্শে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপের প্লে-অফ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মুলতানে ৩০ সেপ্টেম্বর অনুশীলন ক্যাম্প শুরু হবে, যা চলবে ১ অক্টোবর পর্যন্ত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু ৭ অক্টোবর।

আরও পড়ুন