এক ম্যাচে দুটি বিশ্ব রেকর্ড ইংলিশ নারী ক্রিকেটার ডিনের
ওয়েলিংটনে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ ম্যাচে দুটি বিশ্ব রেকর্ড গড়েন ইংল্যান্ডের অফ স্পিনিং অলরাউন্ডার চার্লি ডিন।
২০৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৭৯ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে এমি জোন্সের সঙ্গে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ডিন। মেয়েদের ওয়ানডেতে শেষ চার উইকেটে সর্বোচ্চ জুটি এটি। ডিন–জোন্স জুটি ভেঙেছেন ২০২২ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচে সপ্তম উইকেটে স্নেহ রানা ও পুজা বস্ত্রকারের ১২২ রানের রেকর্ড।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত সিরিজের এই প্রথম ম্যাচে আটে নেমে ৭০ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন ডিন। ৮৩ বলে ৯২ রানে অন্য প্রান্ত ধরে রেখেছিলেন জোন্স। এর আগে নিউজিল্যান্ডকে ২০৭ রানে অলআউট করায়ও দারুণ অবদান ছিল ডিনের। ৫৭ রানে ৩ উইকেট নেন তিনি। ২০২১ সালে ওয়ানডেতে অভিষিক্ত ডিনের এ সংস্করণে উইকেটসংখ্যা ৫১।
এই পথে আজ মেয়েদের ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন ২৩ বছর বয়সী ডিন।
২৬ ম্যাচে ৫০তম উইকেটের দেখা পেলেন ডিন। মেয়েদের ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড গড়ার পথে ডিন পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার লিন ফুলস্টোনকে।
১৯৮৭ সালে ফুলস্টোন এ সংস্করণে ৫০তম উইকেটের দেখা পেয়েছিলেন ২৭তম ম্যাচে। ২৭ বছর পর রেকর্ডটি ভাঙলেন ডিন। ছেলেদের ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক ছোঁয়ার রেকর্ড অজন্তা মেন্ডিসের। শ্রীলঙ্কার রহস্য স্পিনার ১৯ ম্যাচেই ছুঁয়েছিলেন এই মাইলফলক।
ইংল্যান্ড ছেলে ও মেয়েদের জাতীয় দল মিলিয়ে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও এখন ডিনের। ইংল্যান্ড ছেলেদের জাতীয় দলের হয়ে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড জেমস অ্যান্ডারসনের। ২০০৪ সালে ক্যারিয়ারের ৩১তম ম্যাচে মাইলফলকটির দেখা পেয়েছিলেন অ্যান্ডারসন।