বাংলাদেশের বিপক্ষে যেমন ক্রিকেট খেলতে চান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ

সংবাদ সম্মেলনে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদএএফপি

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাকিস্তান। ২৫ শতাংশ পয়েন্টে নিয়ে ৯ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান আটে। দুই দল মুখোমুখি হচ্ছে ২১ আগস্টে শুরু দুই টেস্ট সিরিজে। এর আগে সিরিজের নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের পর থেকে টেস্ট খেলেনি পাকিস্তান। এর মধ্যে কোচিং প্যানেলে রদবদল এসেছে দলটির, দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। টেস্ট দলের নতুন কোচের অধীন এটিই প্রথম সিরিজ হতে যাচ্ছে পাকিস্তানের।

বাংলাদেশের বিপক্ষে কোন ঘরানার ক্রিকেট খেলবে পাকিস্তান—এমন প্রশ্নের জবাবে আজ এক সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট প্রচলিত কথা বটে। তবে কথা হচ্ছে, আমাদের এখন কী প্রয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের জয় প্রয়োজন। জয়ের মতো পরিস্থিতিতে যেতে আমাদের যে ঘরানার ক্রিকেট খেলতে হবে, সেটা আক্রমণাত্মক হোক বা মাঝেমধ্যে রক্ষণাত্মক হোক। টেস্ট ক্রিকেটে মোমেন্টাম বদলায়। সে অনুযায়ী মানিয়ে নিতে হয়।’

ডেভিড ওয়ার্নারকে পাকিস্তান দলের সই করা জার্সি উপহার দিচ্ছেন শান মাসুদ, গত জানুয়ারিতে এ সিরিজের পর টেস্ট খেলেনি পাকিস্তান
সিএ

সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের প্রসঙ্গ টেনে মাসুদ বলেন, একই মানসিকতা থাকবে তাঁদের, ‘আমরা দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে আসার চেষ্টা করব। আমাদের দল বাংলাদেশ সিরিজের জন্য সেরা প্রস্তুতিই নেওয়ার চেষ্টা করছে।’

আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনো আছে জানিয়ে মাসুদ বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইলে আমাদের ম্যাচ জিততে হবে। আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই জয় দরকার। আমাদের ইতিবাচক ইন্টেন্টই দেখাতে হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা ও র‍্যাঙ্কিং—দুটিতেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ পিছিয়ে। তবে নাজমুল হোসেনের দলকে মোটেও হালকাভাবে নিতে চান না মাসুদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা বিশ্বজুড়ে খেলে, অনেক দিন থেকে খেলছে। অনেক অভিজ্ঞ দল। সাধারণত অনেক অভিজ্ঞ দল থাকে তাদের। আমাদের চেষ্টা থাকবে এমন পিচ বানানো, যেটি আমাদের ঘরানার সঙ্গে যায়।’

প্রস্তুতির জন্য আগেভাগেই পাকিস্তান যাবে বাংলাদেশ দল
প্রথম আলো

এর আগে দলটির নতুন প্রধান কোচ গিলেস্পি বলেছিলেন, পাকিস্তান এমন একটি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় যা দেখে লোকে বলাবলি করে, পাকিস্তান এভাবেই খেলছে। প্রধান কোচের ওই কথার সঙ্গে সুর মিলিয়েছেন মাসুদও, ‘চেষ্টা করতে হবে এমন ধরনের খেলা, যাতে আমাদের দর্শক খুশি থাকে, আমরা জিতি। এমন ধরনের ক্রিকেট, যাতে বাকিরা দেখেও বলে যে পাকিস্তান বেশ ভালো ক্রিকেট খেলছে।’

আরও পড়ুন

এ সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান। আজ ঘোষণা করেছে বাংলাদেশও। প্রস্তুতির জন্য বাংলাদেশ সেখানে যাচ্ছে আগেভাগেই। প্রাথমিকভাবে ১৭ আগস্ট রওনা দেওয়ার কথা থাকলেও আগামীকালই রওনা হবে তারা।