ভারতের বিপক্ষে ওয়ানডে দলে নেই অধিনায়ক বাভুমা

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন টেম্বা বাভুমারয়টার্স

অধিনায়ক টেম্বা বাভুমাকে বাদ রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়া বাভুমা নেই টি–টোয়েন্টি সিরিজের দলেও। দুই সংস্করণেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করবেন মিডল অর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম।

তবে ওয়ানডে ও টি–টোয়েন্টি দলে না থাকলেও টেস্ট অধিনায়কত্ব বাভুমাই করবেন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিপক্ষে সাদা বল ক্রিকেটের দুই সিরিজে বাভুমা ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুজনই এ সময় টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন। বাভুমার টি–টোয়েন্টি দলে না থাকাটা আগে থেকেই অনুমেয়। এই সংস্করণে ছন্দহীনতার করণে আগেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকাটা কিছুটা হলেও বিস্ময়কর।

বিশ্বকাপে একটি অর্ধশতক পাননি টেম্বা বাভুমা
এএফপি

গত মাসে ভারতে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে বাভুমার নেতৃত্বে সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দল ভালো করলেও অধিনায়ক বাভুমার ব্যাটে ছিল রানখরা। ৮ ইনিংস ব্যাট করে মাত্র ১৮.১২ গড়ে ১৪৫ রান করেন তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে এক থেকে ছয়ের মধ্যে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র বাভুমাই কোনো অর্ধশতক করতে পারেননি।

আরও পড়ুন

এমন ব্যাটিং–ব্যর্থতার বিশ্বকাপের পর ঠিক পরের সিরিজেই দলের বাইরে গেলেন বাভুমা। ডানহাতি এ ব্যাটসম্যান মাঠে ফিরবেন ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে। তার আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলবেন তিনি। টেস্টের জন্য প্রথম শ্রেণির ম্যাচ খেলতে বলা হয়েছে রাবাদা, জেরাল্ড কোয়েৎজি, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডিদেরও। কোয়েৎজি, ইয়ানসেন ও এনগিডি সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টির পর দল ছেড়ে যাবেন।

টি–টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষ হবে ২১ ডিসেম্বর।

আরও পড়ুন

তিন সিরিজের দক্ষিণ আফ্রিকা দল

ওয়ানডে দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।

টি–টোয়েন্টি দল: এইডেন মার্করান (অধিনায়ক), ওতনেইল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।